হোম > বিশ্ব > ইউরোপ

জার্মানিতে মাতাল সান্তা ক্লজের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করল পুলিশ

ডয়চে ভেলে

জার্মানির পূর্বাঞ্চলের এক শহরে এক ব্যক্তি ঘরে ঘরে বড়দিনের উপহার পৌঁছে দেওয়ার জন্য সান্তা ক্লজ সেজে গাড়ি নিয়ে বের হয়েছিলেন। কিন্তু তাঁর গাড়ি গিয়ে সজোরে ধাক্কা মারে এক বাড়িতে। এতে সান্তা ক্লজের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করেছে জার্মান পুলিশ। 

এক বিবৃতিতে দেশটির থুরিঙ্গিয়ার পুলিশ জানায়, ‘বাড়ির সামনের দিকটার মারাত্মক ক্ষতি হয়েছে। তবে সান্তা ক্লজের কাছে যে ক্রিসমাস উপহারগুলো ছিল, সেগুলোর কোনো ক্ষতি হয়নি।’ 

তবে সান্তা ক্লজ সেজে বাড়ি বাড়ি বড় দিনের উপহার দিতে যাওয়া ব্যক্তির নাম, পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তাঁকে ‘সেন্ট নিকোলাস কর্তৃক উদ্বুদ্ধ হয়ে উপহার নিয়ে আসা ব্যক্তি’ হিসেবে পরিচয় দিয়ে পুলিশ জানায়, এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে, দুর্ঘটনার সময় ‘সান্তা ক্লজ’ গাড়ি চালাতে অক্ষম হয়ে পড়েছিলেন। 

ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের কারণেই সান্তা ক্লজ উপহারের গাড়ি নিয়ে ম্যুলহাউজেন শহরের রাস্তার পাশের গাড়ি ও বাড়িতে সজোরে ধাক্কা মারেন। পরীক্ষা করে মদ্যপানের মাত্রা বোঝার জন্য ওই ব্যক্তির রক্ত নিয়েছে পুলিশ। 

তবে রক্ত পরীক্ষা করে কী পাওয়া গেছে তা এখনো জানায়নি। ৩৬ হাজার বাসিন্দার শহর ম্যুলহাউজেনে এমন দুর্ঘটনা ঘটানোর পর পুলিশ কথিত সান্তা ক্লজের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করে। এর ফলে এখন তাঁর গাড়ি চালিয়ে বাড়ি বাড়ি গিয়ে বড়দিনের উপহার পৌঁছে দেওয়া অসম্ভব। তাই বলে হাত-পা গুটিয়ে বসে থাকার পাত্র নন এই কথিত সান্তা ক্লজ। 

ইতিমধ্যে তিনি জানিয়েছেন, ম্যুলহাউজেন শহরে এখনো যারা উপহার পাননি, তাঁদের বাড়িতে হেঁটে গিয়েই পুরস্কার পৌঁছে দেবেন তিনি।

৪ লাখ রুশ হতাহতের দাবি ইউক্রেনের, ৬৬৪০ বর্গকিমি দখলের দাবি রাশিয়ার

সুইজারল্যান্ডের বারে আগুনে মৃত্যু ৪০, দুর্ঘটনার কারণ শ্যাম্পেনের বোতলে লাগানো আতশবাজি

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন