হোম > বিশ্ব > ইউরোপ

ঘুষ নিয়েছিলেন বাইডেন, দাবি ইউক্রেনের সাবেক কর্মকর্তার

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থাকার সময় ঘুষ নিয়েছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের সাবেক প্রসিকিউটর জেনারেল ভিক্টর শোকিন দাবি করেছেন, ২০১৬ সালে বাইডেন ইউক্রেনের একটি জ্বালানি কোম্পানির কাছ থেকে ঘুষ গ্রহণ করেছিলেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শোকিন এই দাবি করেন। 

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে শোকিন জানান, ২০১৬ সালের দিকে তিনি ইউক্রেনীয় জ্বালানি প্রতিষ্ঠান বুরিসমা এনার্জির ওপর একটি তদন্ত পরিচালনা করছিলেন। সে সময় বাইডেন তৎকালীন ইউক্রেনীয় প্রেসিডেন্ট পিওতর পরশেঙ্কোকে চাপ দিয়েছিলেন, যেন শোকিনকে তাঁর দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়। বাইডেন বুরিসমার হয়ে এই চাপ প্রয়োগ করেছিলেন এবং বিনিময়ে তিনি প্রতিষ্ঠানটির কাছ থেকে ঘুষ নিয়েছিলেন। বাইডেনের ছেলে হান্টার বাইডেন সে সময় বুরিসমার পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। 

সাবেক এই প্রসিকিউটর আরও বলেন, পরশেঙ্কো ও বাইডেন বুঝতে পেরেছিলেন, আমি যদি তদন্ত চালিয়ে যাই, তাহলে বুরিসমায় হান্টার বাইডেন এবং অপর এক মার্কিন নাগরিক ডেভন আর্চারসহ যাঁরা দুর্নীতি করেছিলেন, তার প্রমাণ ফাঁস হয়ে যেতে পারে। 

পরে ভিক্টর শোকিনকে বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি ইউক্রেনে যে দুর্নীতি চলছে তাঁর বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ হয়েছেন। 

শোকিন বলেন, তাঁর ‘দৃঢ় ব্যক্তিগত প্রত্যয়’ ছিল যে জো বাইডেন ও হান্টার বাইডেন উভয়েই বুরিসমা মামলায় নিজেদের পিঠ বাঁচাতে প্রচুর ঘুষ নিয়েছিলেন। এবং তাঁরা নিজেরাও নিচ্ছিলেন। তিনি আরও বলেন, ‘এটিও সত্য যে, জো বাইডেন আমাকে বরখাস্ত করার জন্য চাপ দিতে ১০০ কোটি ডলার নিয়েছিলেন।’ 

এদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র ইয়ান স্যামস শোকিনের দাবি প্রত্যাখ্যান করেছেন এবং শোকিনের দায়িত্বকালে তাঁর কার্যালয় দুর্নীতির আড্ডা ছিল বলেও উল্লেখ করেছেন।

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড