ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে একটি বিমানবন্দরের কাছে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো জানা যায়নি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের শাস্তি হিসেবে জাপান ও অস্ট্রেলিয়া যখন রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে, ঠিক তখনই এ হামলার ঘটনা ঘটল।
এদিকে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, লভিভের একটি বিমান মেরামতকেন্দ্রে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে মেরামতকেন্দ্রের ভবনটি বিধ্বস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার পর কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লভিভের মেয়র অ্যান্ড্রি স্যাডোভি।
রয়টার্স জানিয়েছে, ইউক্রেনকে পরাস্ত করার জন্য রুশ বাহিনী প্রচুর ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা করছে। তবে এখনো তারা ইউক্রেনের বড় ১০টি শহরের একটিও সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে পারেনি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আজ শুক্রবার সকালে লভিভের বিমানবন্দরের কাছে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে প্রচণ্ড বিস্ফোরণে ধোঁয়ার কুণ্ডলী মাশরুম আকৃতি ধারণ করে ওপরে উঠছে।