হোম > বিশ্ব > ইউরোপ

টাইটান বিধ্বস্তের ‘১৮ মিনিট আগে ত্রুটির কথা জানেন’ যাত্রীরা  

আটলান্টিক মহাসাগরের গভীরে বিধ্বস্ত হওয়া ডুবোযান টাইটানের শেষ সময়ের যোগাযোগের একটি স্ক্রিনশট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অসমর্থিত ওই স্ক্রিনশটটি ডুবোযানে থাকা ওশানগেটের সিইও স্টকটন রাশ ও উপরিভাগে থাকা পোলার প্রিন্সের মধ্যকার। 

স্ক্রিনশটটি বেশ কিছু উদ্বেগজনক তথ্য সামনে এনেছে। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে হলো, যাত্রীরা ডুবোযানটি বিধ্বস্ত হওয়ার ১৮ মিনিট আগে যান্ত্রিক ত্রুটি সম্পর্কে জানতেন। 

যদিও এ তথ্যর সত্যতা নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। তবে অনেকেই বলছেন, এটির বিষয়বস্তু যুক্তিযুক্ত ও বিশ্বাসযোগ্য। 

টিকটকে ‘শুধু লাইকের জন্য’ ক্যাপশন দিয়ে স্ক্রিনশটগুলো একজন শেয়ার করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ‘নথিগুলো সত্য কি না তা এখন যাচাই করবার সময়। অন্য বিশেষজ্ঞরা যা বলেছেন সেগুলোও।’ 

কথোপকথনটি ৭টা ৫২ মিনিটে শুরু হয়। যখন জাহাজ থেকে টাইটানের পাঁচ যাত্রীকে বলে, টাইটানিক জলে নামার জন্য পরিস্থিতি অনুকূলে। 

পোলার প্রিন্স একটি সিস্টেম চেক করার নির্দেশ দেওয়ার আগে বলেন, ‘ডুবযাত্রা উপভোগ করুন।’ এরপর তিনি ডুবোযানটি জলে নামার সবুজ সংকেত দেন। 

এরপর সকাল ৮টা ৩৪ মিনিটে ডুবোযান থেকে আসা বার্তায় বলা হয়, ‘সমস্ত সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছে। আমরা ভালো অবস্থায় আছি। পরিকল্পনা অনুযায়ী আমরা সমুদ্রের তলদেশে যাচ্ছি।’ এর প্রায় ১৫ মিনিট পরেও সবকিছু ঠিকঠিক বলে বার্তা আসে। যাত্রার ৭৫ মিনিট পর্যন্তও সবকিছু নিয়ন্ত্রণে ছিল। 

কিন্তু দুঃখজনকভাবে এর মাত্র ১০ মিনিট পরে সবকিছু এলোমেলো হতে শুরু করে। ওই স্ক্রিনশট অনুসারে,৯টা ২৮ মিনিটে টাইটান ক্রু রিয়েল-টাইম মনিটরিং সিস্টেম (আরটিএম) থেকে একটি সতর্ক বার্তা আসে। ওই বার্তায় বলা হয়, এই যাত্রা দ্রুত বন্ধ করা এবং উপরিভাগে ফিরে আসা উচিৎ। 

কিন্তু উপরিভাগে উঠে আসার গতি ছিল অনেক কম। এ সময় আরটিএম থেকে ‘অল রেড’ সতর্কবার্তা আসে। সকাল ৯টা ৫০ মিনিটে পোলার প্রিন্স ডুবোযানকে বার্তা পাঠিয়ে বলে, ‘আমরা আপনাদের খবর পাচ্ছি না। অনুগ্রহ করে আপডেট জানান।’ পোলার প্রিন্স দ্বিতীয়বার একই বার্তা পাঠান। ৯টা ৫৭ মিনিটে শেষ ও তৃতীয়বার পাঠান প্রিন্স। তবে ততক্ষণে যেন সব শেষ। 

এই টিকটক রিলসে অসংখ্য দর্শক তাদের কষ্ট ও সহানূভুতি জানিয়েছেন টাইটানের যাত্রীদের প্রতি। একজন লিখেছেন, ‘তারা জানত যে সমস্যায় ছিল, সেই অসহায়ত্বের অনুভূতি কল্পনা করুন, কতইনা ভয়ঙ্কর ছিল।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘জানি না তাদের মৃত্যুযন্ত্রণা কেমন ছিল কিন্তু মানসিকভাবে যেই কষ্ট পেয়েছিল তা ভয়ঙ্কর।’ 

ডুবোযানটি নিখোঁজ হওয়ার পরে উদ্ধার অভিযান নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। অনেকেই বলেছিল কর্তৃপক্ষ জানত যে তারা কখনোই যাত্রীদের জীবিত খুঁজে পাবে না। 

এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড সমুদ্রতল থেকে টাইটানের ধ্বংসাবশেষ ও মানব দেহাবশেষ উদ্ধারের দাবি করেছে। কিন্তু ফাঁস হওয়া ওই স্ক্রিনশট এখন নানা বিভ্রান্তি সৃষ্টি করছে। 

কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (টিএসবি) তদন্ত করে বলেছে, তদন্তকারীরা পোলার প্রিন্সের ক্রুদের সঙ্গে প্রাথমিক সাক্ষাৎ করেছে এবং জাহাজের সমুদ্রযাত্রার ডেটা রেকর্ডার জব্দ করেছে। 

টিএসবি আরও বলেছে, তারা মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার আগে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা সমস্ত উপকরণ যাচাই, নথিভুক্ত এবং তালিকাভুক্ত করেছে।

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস