হোম > বিশ্ব > ইউরোপ

আল্পসে হিমবাহধস, গাইডসহ ৪ পর্বতারোহীর মৃত্যু

ফ্রান্সের আল্পস পর্বতমালায় হিমবাহধসে অন্তত ৪ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২ জন গাইড। আহত হয়েছেন ৯ জন। এ ছাড়া কয়েকজন নিখোঁজ বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। আল্পসের দক্ষিণ-পশ্চিমের মন্ট ব্ল্যাঙ্কের কাছে একটি হিমবাহে রোববার (৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে এই ধস হয়। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, আর্মানসেট হিমবাহে স্কি করতে গেলে ভয়াবহ হিমবাহধসের কবলে পড়েন পর্বতারোহীরা। এ সময় তুষারের নিচে চাপাপড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজনের। আহত হন আরও বেশ কয়েকজন। 

বিশাল এলাকাজুড়ে এই হিমবাহধস হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধারে অভিযান শুরু করেন স্থানীয় উদ্ধারকারী সংস্থার সদস্যরা। তবে কী কারণে এই আকস্মিক ধস হলো তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। 

হিমবাহধসে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আরও কেউ হতাহত হয়েছেন কি না এবং যাঁরা নিখোঁজ রয়েছেন তাঁদের খুঁজে বের করতে ‍উদ্ধারকারী দল সন্ধান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের বেশির ভাগই পর্বতারোহী বলে ধারণা করা হচ্ছে। তাঁরা নিকটবর্তী একটি স্কি রিসোর্টে উঠেছিলেন। বৈরী আবহাওয়া বিরাজ করায় রিসোর্টের পক্ষ থেকে বিশেষ সাবধানতা অবলম্বনের কথা বলা হলেও তা উপেক্ষা করেই স্কি করতে যান পর্বতারোহীরা।

এর আগে ২০১৪ সালে একই এলাকায় হিমবাহধসের ঘটনায় প্রাণ হারান দুই ভাই। তাঁরা দুজনেই অভিজ্ঞ পর্বতারোহী ছিলেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে নিয়েছিলেন।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট