হোম > বিশ্ব > ইউরোপ

ইউরোজোনে রেকর্ড ৯.১ শতাংশ মূল্যস্ফীতি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর মধ্যে ইউরো ব্যবহারকারী দেশগুলোতে মূল্যস্ফীতি ৯ দশমিক ১ শতাংশে পৌঁছেছে। ইইউয়ের পরিসংখ্যান এজেন্সি ইউরোস্ট্যাটের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। নতুন করে মূল্যস্ফীতির এই বিষয়টি ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সুদের হার বাড়ানোর সিদ্ধান্তকে চাপের মুখে ফেলবে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট এবং কোভিড-১৯ মহামারির কারণে ইউরোজোনভুক্ত দেশগুলোতে মূল্যস্ফীতি ৮ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ১ শতাংশে পৌঁছেছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নিয়ে ইউরোজোনে টানা ৯ দফা দ্রব্যমূল্যের দাম বাড়ল। ২০২১ সালের নভেম্বরে এই মূল্যস্ফীতি শুরু হয়। পরে চলতি বছরের জুলাই মাসে তা বৃদ্ধি পেয়ে ৮ দশমিক ৯ শতাংশে পৌঁছে।

ইউরোজোনে মূল্যস্ফীতি হলেও কমেছে ফ্রান্সে। দেশটিতে চলতি বছরের জুলাইয়ে দেশটির মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৮ শতাংশ। গত আগস্ট নাগাদ তা কমে দাঁড়িয়েছে সাড়ে ৬ শতাংশে। ইউরোপের আরেক দেশ স্পেনের মূল্যস্ফীতির হারও কমেছে। গত জুলাই মাসে যেখানে দেশটির মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৮ শতাংশ সেখানে গত আগস্টে এসে তা কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪ শতাংশে। স্পেনের ন্যাশনাল স্ট্যাটিসটিকস ইনস্টিটিউট এই তথ্য নিশ্চিত করেছে। 

তবে, এই অঞ্চলের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানির মূল্যস্ফীতি বিগত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। গত আগস্টে দেশটির মূল্যস্ফীতির হার ছিল প্রায় ৯ শতাংশ। আগস্ট পর্যন্ত দেশটির মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৮ শতাংশ। 

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি