হোম > বিশ্ব > ইউরোপ

হঠাৎ ইউক্রেন সফরে অ্যাঞ্জেলিনা জোলি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেই হঠাৎ ইউক্রেন সফরে গেছেন বিশ্বখ্যাত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। গতকাল শনিবার তিনি দেশটির লভিভ শহর পরিদর্শন করেছেন। সেখানে তিনি যুদ্ধে উদ্বাস্তু হওয়া কিছু মানুষের সঙ্গে দেখা করেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

রয়টার্স জানিয়েছে, ৪৬ বছর বয়সী জোলি জাতিসংঘের শরণার্থী সংস্থার একজন বিশেষ দূত। তিনি বলেছেন, যুদ্ধের কারণে ইউক্রেনের প্রায় ১ কোটি ২৭ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। এই সংখ্যা ইউক্রেন যুদ্ধ শুরুর আগের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ। 

লভিভের একটি রেলস্টেশন পরিদর্শনের সময় জোলি যুদ্ধে বাস্তুচ্যুতদের সঙ্গে কাজ করা স্বেচ্ছাসেবকদের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন স্বেচ্ছাসেবকেরা তাঁকে বলেন, কর্তব্যরত মনোরোগ বিশেষজ্ঞরা প্রতিদিন প্রায় ১৫ জনের সঙ্গে কথা বলছেন। তাঁরা আরও জানান, স্টেশনে থাকা বেশির ভাগ শিশুর বয়স ২ থেকে ১০ বছরের মধ্যে। 

অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ‘এই শিশুরা কতটা ধাক্কা খেয়েছে তা আমি জানি। মানসিক ধাক্কা শিশুদের ভীষণভাবে প্রভাবিত করে। আমি জানি এই শিশুরা কতটা গুরুত্বপূর্ণ, তাদের কণ্ঠস্বর কতটা গুরুত্বপূর্ণ।’ 

এ সময় অ্যাঞ্জেলিনা জোলি স্টেশনে থাকা একটি ছোট্ট মেয়েকে আদর করেন। লাল পোশাক পরা শিশুটি আনন্দে হেসে ওঠে। তিনি স্বেচ্ছাসেবক ও শিশুদের সঙ্গে ছবিও তোলেন। 

গত মাসে আরেক যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন সফরে গিয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। যুদ্ধের কারণে ইয়েমেনে লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে। 

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হলো—বোর্ড অব পিস সনদে স্বাক্ষরের পর ট্রাম্প

দাভোসে শান্তি পরিষদ সনদ স্বাক্ষর আজ, আমৃত্যু চেয়ারম্যান হতে পারেন ট্রাম্প

রাশিয়ার অনুরোধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক আজ

‘এটি তাদের বিষয়’—ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চেষ্টায় নীরব কেন পুতিন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল ইইউ

চুক্তি না করলে পুতিন ও জেলেনস্কি ‘স্টুপিড’: ট্রাম্প

স্পেনে ট্রেন দুর্ঘটনার পর চালকদের ধর্মঘটের ডাক

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা