হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের

রাশিয়ার একটি বড় ধরনের যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ ইউক্রেনের বারদিয়ানস্ক বন্দরে জাহাজটি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। 

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, বারদিয়ানস্ক বন্দরটি রুশ বাহিনী দখল করে ছিল। বৃহস্পতিবার ভোরে বন্দরটি একের পর এক ভারী বিস্ফোরণে কেঁপে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতেও বন্দরে আগুন জ্বলতে দেখা গেছে। 

আজ শুক্রবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ধ্বংস করা রুশ জাহাজটির নাম ‘সারাতভ’। তবে গতকাল তারা জাহাজটির নাম বলেছিল ‘অর্স্ক’। 

আজ একটি বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলেছে, সর্বশেষ হালনাগাদ তথ্যমতে, আজভ অপারেশন জোনের বারদিয়ানস্ক বন্দরে ‘সারাতভ’ নামে একটি রাশিয়ার যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে। এ ছাড়া সিজার কুনিকভ ও নোভোচেরকাস্ক নামে আরও দুটি বড় ল্যান্ডিং জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

রাশিয়ার গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি বারদিয়ানস্ক বন্দরে রুশ জাহাজ থেকে সামরিক সরঞ্জাম খালাশ করা হচ্ছিল। 

এদিকে এই রুশ জাহাজ ধ্বংসের ব্যাপারে যুক্তরাষ্ট্র বলেছে, সম্ভবত বারদিয়ানস্ক বন্দরে সফল আক্রমণ চালিয়ে ইউক্রেন বাহিনী একটি বড় ধরনের রুশ হাজাজ ধ্বংস করেছে। অন্যদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বলেছে, রুশ অধিকৃত বারদিয়ানস্ক বন্দরের গোলাবারুদের ডিপোতে আক্রমণ চালিয়ে একটি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে ইউক্রেন বাহিনী। 

সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার আপলোড করা ভিডিওগুলোর বিশ্লেষণে দেখা গেছে, বিস্ফোরণের পরপরই রাশিয়ার একটি নৌযান বন্দর ছেড়ে গেছে। 

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিস্ফোরণের ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। 

বারদিয়ানস্ক বন্দরটি আজভ সাগরে অবস্থিত। এটি মারিউপোল থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। শহরটিতে একটি ছোট নৌঘাঁটি রয়েছে। এই শহরে প্রায় ১ লাখ মানুষ বাস করে।

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট