হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের

রাশিয়ার একটি বড় ধরনের যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ ইউক্রেনের বারদিয়ানস্ক বন্দরে জাহাজটি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। 

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, বারদিয়ানস্ক বন্দরটি রুশ বাহিনী দখল করে ছিল। বৃহস্পতিবার ভোরে বন্দরটি একের পর এক ভারী বিস্ফোরণে কেঁপে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতেও বন্দরে আগুন জ্বলতে দেখা গেছে। 

আজ শুক্রবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ধ্বংস করা রুশ জাহাজটির নাম ‘সারাতভ’। তবে গতকাল তারা জাহাজটির নাম বলেছিল ‘অর্স্ক’। 

আজ একটি বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলেছে, সর্বশেষ হালনাগাদ তথ্যমতে, আজভ অপারেশন জোনের বারদিয়ানস্ক বন্দরে ‘সারাতভ’ নামে একটি রাশিয়ার যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে। এ ছাড়া সিজার কুনিকভ ও নোভোচেরকাস্ক নামে আরও দুটি বড় ল্যান্ডিং জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

রাশিয়ার গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি বারদিয়ানস্ক বন্দরে রুশ জাহাজ থেকে সামরিক সরঞ্জাম খালাশ করা হচ্ছিল। 

এদিকে এই রুশ জাহাজ ধ্বংসের ব্যাপারে যুক্তরাষ্ট্র বলেছে, সম্ভবত বারদিয়ানস্ক বন্দরে সফল আক্রমণ চালিয়ে ইউক্রেন বাহিনী একটি বড় ধরনের রুশ হাজাজ ধ্বংস করেছে। অন্যদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বলেছে, রুশ অধিকৃত বারদিয়ানস্ক বন্দরের গোলাবারুদের ডিপোতে আক্রমণ চালিয়ে একটি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে ইউক্রেন বাহিনী। 

সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার আপলোড করা ভিডিওগুলোর বিশ্লেষণে দেখা গেছে, বিস্ফোরণের পরপরই রাশিয়ার একটি নৌযান বন্দর ছেড়ে গেছে। 

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিস্ফোরণের ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। 

বারদিয়ানস্ক বন্দরটি আজভ সাগরে অবস্থিত। এটি মারিউপোল থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। শহরটিতে একটি ছোট নৌঘাঁটি রয়েছে। এই শহরে প্রায় ১ লাখ মানুষ বাস করে।

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা