হোম > বিশ্ব > ইউরোপ

আইফেল টাওয়ারের কাছে পর্যটকদের ওপর হামলায় নিহত ১, আহত ২

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিখ্যাত পর্যটন কেন্দ্র আইফেল টাওয়ারের কাছে পর্যটকদের লক্ষ্য করে ছুরি দিয়ে হামলা করেছে এক ব্যক্তি। তাতে একজন নিহত এবং দুজন আহত হয়েছে। গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে খবরটি জানান হয়।

জেরাল্ড ডারমানিন সাংবাদিকদের বলেন, এ ঘটনার পর হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ বছর বয়সী এই অভিযুক্ত হামলাকারী একজন ফরাসি নাগরিক। অন্য একটি হামলার পরিকল্পনার দায়ে এই সন্দেহভাজন ব্যক্তিকে ২০১৬ সালে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, ফরাসি নিরাপত্তা সংস্থার নজরদারির তালিকায় ছিলেন এই অভিযুক্ত হামলাকারী। তিনি মানসিক রোগে ভুগছিলেন বলেও জানা যায়।

হামলার ঘটনাটি ঘটে স্থানীয় সময় গতকাল শনিবার রাতে। আইফেল টাওয়ার থেকে কয়েক ফুট দূরে হামলাকারী ছুরি নিয়ে এক পর্যটক দম্পতির ওপর হামলা করেন। এ হামলায় এক জার্মান পর্যটক নিহত হন।

তারপর হামলাকারীকে ধাওয়া করে পুলিশ। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে পালানোর চেষ্টা করার সময়ও হামলাকারী হাতুড়ি দিয়ে দুই ব্যক্তিকে আক্রমণ করেন।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, অভিযুক্ত ব্যক্তি হামলার সময় ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেন। পরে পুলিশকে তিনি জানান, গাজায় চলমান পরিস্থিতি নিয়ে তিনি ক্ষুব্ধ ও বিরক্ত। কারণ, আফগানিস্তান ও ফিলিস্তিনে অনেক মুসলিম মারা যাচ্ছে। গাজার বর্তমান পরিস্থিতি নিয়েও তিনি ক্ষুব্ধ ছিলেন।

ফ্রান্সের সন্ত্রাসবিরোধী কৌঁসুলির কার্যালয় বলেছে, তারা এই হামলার ঘটনার তদন্তের দায়িত্ব গ্রহণ করেছে।

এদিকে ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন বলেছেন, আক্রমণে ক্ষতিগ্রস্তদের প্রতি তিনি সমবেদনা জানাচ্ছেন। একই সঙ্গে হামলার ঘটনার পর প্রতিক্রিয়ার জন্য জরুরি পরিষেবাগুলোকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসবাদের কাছে হার মানব না।’

 ২০২৪ সালের জুলাইয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হবে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। বিশ্বের অন্যতম বৃহৎ এই ক্রীড়া প্রতিযোগিতা শুরুর আট মাসেরও কম সময় আগে প্যারিসে হামলার ঘটনাটিতে নিরাপত্তা নিয়েও উঠল প্রশ্ন।

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম