হোম > বিশ্ব > ইউরোপ

রুশ তেল-গ্যাস ছাড়া মুখ থুবড়ে পড়বে হাঙ্গেরি

রাশিয়ার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপের তীব্র সমালোচনা করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি বলেছেন, রাশিয়ার তেল ও গ্যাস ছাড়া হাঙ্গেরির অর্থনীতি কোনোভাবেই চালু রাখা সম্ভব হবে না। ইউক্রেনে রুশ হামলার সমালোচনা করলেও তিনি জানিয়েছেন, রাশিয়ার জ্বালানি রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সমর্থন করেন না। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পর এক বিবৃতিতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেছেন, যে হাঙ্গেরি ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা করলেও রাশিয়ার জ্বালানি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা সমর্থন করে না।

বিবৃতিতে ভিক্টর অরবান বলেন ‘আমরা ইউক্রেনে রাশিয়ার সশস্ত্র হামলার নিন্দা করি, যুদ্ধেরও নিন্দা করি। কিন্তু আমরা হাঙ্গেরির নাগরিকদের যুদ্ধের প্রভাবের শিকার হতে দেব না। তাই নিষেধাজ্ঞার আওতা তেল ও গ্যাসের ক্ষেত্রে প্রসারিত করা উচিত নয়।’

ভিক্টর অরবান আরও বলেন, ‘রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা হাঙ্গেরির জন্য একটি “অসম এবং বড় ঋণের বোঝা” হিসেবে হাজির হবে এবং রাশিয়ার তেল-গ্যাস ছাড়া হাঙ্গেরির অর্থনীতি কোনোভাবেই চালু থাকবে না।’

উল্লেখ্য, হাঙ্গেরির বেশির ভাগ তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানি করা হয় রাশিয়া থেকে এবং হাঙ্গেরির ৯০ শতাংশ পরিবারই তাঁদের ঘর গরম রাখতে রুশ গ্যাসের ওপর নির্ভরশীল। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল ইইউ

চুক্তি না করলে পুতিন ও জেলেনস্কি ‘স্টুপিড’: ট্রাম্প

স্পেনে ট্রেন দুর্ঘটনার পর চালকদের ধর্মঘটের ডাক

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও