হোম > বিশ্ব > ইউরোপ

পারমাণবিক অস্ত্রের মহড়া ‘অবিচল দুপুর’ চালাবে ন্যাটো 

আটলান্টিক মহাসাগরের দুই তীরের দেশগুলোর সামরিক জোট ন্যাটো বাৎসরিক পারমাণবিক অস্ত্রের মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। ‘অবিচল দুপুর’ নামে মহড়াটি চলতি সপ্তাহের সোমবার থেকে শুরু হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ন্যাটো জোটের ৬০টিরও বেশি যুদ্ধবিমান এই মহড়ায় অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে ন্যাটোর পক্ষ থেকে। বিমানগুলোতে ইউরোপে ন্যাটোর বিভিন্ন ঘাঁটিতে থাকা মার্কিন পারমাণবিক অস্ত্রগুলো ব্যবহার করে বেলজিয়াম, ডোভার প্রণালি, ইংল্যান্ড ও উত্তর সাগরের আকাশসীমায় এই মহড়া চালানো হবে। 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ন্যাটো জোটের সঙ্গে রাশিয়ার উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে এই সামরিক মহড়া দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। 

ন্যাটোর ‘অবিচল দুপুর’কে অনেকেই মস্কোর বাৎসরিক পারমাণবিক অস্ত্রের মহড়া ‘গ্রুমের’ সমান্তরাল মহড়া বলে দাবি করছেন। গ্রুম সাধারণত প্রতিবছরের অক্টোবরের শেষ দিকে অনুষ্ঠিত হয়। এই মহড়ায় রাশিয়া তার পরমাণু অস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমান, সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। 

তবে ন্যাটো জানিয়েছে, তাদের মহড়া ‘অবিচল দুপুরের’ সঙ্গে রাশিয়ার মহড়ার কোনো যোগসূত্র নেই। মহড়ার বিষয়ে ন্যাটো এক বিবৃতিতে বলেছে, ‘আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলা এই অনুশীলন একটি নিয়মিত বাৎসরিক কার্যক্রম এবং এর সঙ্গে বিশ্বের চলমান ঘটনাবলির কোনো সম্পর্ক নেই।’ তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি জোটটি। 

ন্যাটোর মুখপাত্র ওনা লঞ্জেস্কু বলেছেন, ‘এই মহড়া জোটের পারমাণবিক অস্ত্রের প্রভাব নিরাপদ ও কার্যকর রাখতে সাহায্য করবে।’ এর আগে, গত মঙ্গলবার ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ জানিয়েছিলেন, ন্যাটো যেকোনো মূল্যে বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, মহড়া চালিয়ে যাবে। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট