হোম > বিশ্ব > ইউরোপ

সীড ভল্টে যুক্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের আরও ৮হাজার নমুনা 

পৃথিবীতে বিদ্যমান নানা প্রজাতির উদ্ভিদের বীজ ও জিন সংরক্ষণের জন্য নরওয়ের স্ভালবার্দে ‘গ্লোবাল সিড ভল্ট’ নামে একটি বীজ সংরক্ষণাগার গড়ে তোলা হয়েছে। সোমবার সেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা বেশ কয়েক প্রজাতির উদ্ভিদের বীজ সংরক্ষণ করার জন্য সেখানে নিয়ে যাওয়া হবে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছ। 

সোমবার সুদান, উগান্ডা, নিউজিল্যান্ড, জার্মানি এবং লেবানন থেকে নানা ধরনে উদ্ভিদের জিন এবং বীজ সেখানে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জোয়ার, বাজরা বা মিলেট, যবের মতো বিভিন্ন শস্যের বীজ নিয়ে যাওয়া হয়েছে সেখানে। 

এর মধ্যে ইন্টারন্যাশনাল সেন্টার ফর এগ্রিকালচার ইন ড্রাই এরিয়াস (আইসিএআরডিএ) সিড ভল্টে বিভিন্ন উদ্ভিদ প্রজাতির প্রায় ৮০০০ নমুনা জমা করতে যাচ্ছে। 

এ নিয়ে তৃতীয়বারের মতো উদ্ভিদ বীজের চালান সেখানে নেওয়া হচ্ছে। আর্কটিক অঞ্চলের দেশ নরওয়ের স্পিটবার্জেন দ্বীপের পাহাড়ি এলাকায় অবস্থিত এই সিড ভল্টে প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ, খরা, রোগ বালাইসহ নানা ধরনের প্রতিকূলতা এমনকি পৃথিবীর বাইরে থেকে আগত কোনো বিপদের হাত থেকে পৃথিবীর উদ্ভিদ প্রজাতি রক্ষার্থে বীজ সংরক্ষণ করা হয়। 

বিশ্বের ৮৯টি সিড ব্যাংক থেকে এই ভল্টে আবাদযোগ্য প্রায় ৬ হাজার উদ্ভিদের ১১ লাখ প্রজাতির বীজ ও জিন নমুনা সংরক্ষণ করা হয়েছে। 

উল্লেখ্য, বছরে খুব অল্প কয়েকবারই এই ভল্টটি খোলা হয়। 

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড