মোজা অপরিষ্কার থাকায় অফিসে আসতে অপারগতা জানিয়েছেন এক যুবক। এর জন্য ছুটিও চেয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের ব্রিস্টল শহরে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
কিন মুরে নামে এক ব্যক্তি সম্প্রতি তাঁর অধীনস্থ কর্মীর পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মেসেজে ঠিক কী ছিল? ওই কর্মী লিখেছেন তিনি অফিসে একদিনের ছুটি চান। কারণ, তাঁর প্রেমিকা মোজা কাচতে ভুলে গিয়েছেন। সেটি অপরিষ্কার হওয়ায় পরে অফিস আসা সম্ভব নয়। আর মোজা ছাড়া অফিস যাওয়াও সম্ভব নয়। কারণ, তাঁর জুতো ছিঁড়ে গিয়েছে। বড় বড় গর্ত রয়েছে। তাই জুতো পরতে মোজা প্রয়োজন।
হোয়াটসঅ্যাপ মেসেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন কিন। যা নিমেষেই হয়ে যায় ভাইরাল। এভাবেও যে ছুটি চাওয়া যায়, তা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন।