হোম > বিশ্ব > ইউরোপ

কিয়েভের কাছে সামরিক তৎপরতা ব্যাপকভাবে কমাবে রাশিয়া

ইউক্রেনের চেরিনিভ এবং রাজধানী কিয়েভের কাছে সামরিক তৎপরতা ব্যাপকভাবে কমানো হবে বলে জানিয়েছে রাশিয়া। আজ মঙ্গলবার ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন শীর্ষ পর্যায়ের দ্বিতীয় দফা বৈঠকের পর এমনটি বলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন। 

ফোমিন বলেন, ইউক্রেনের নিরপেক্ষ ভূমিকা এবং অ-পারমাণবিক অবস্থা নিয়ে একটি চুক্তির প্রস্তুতির আলোচনা বাস্তব রূপ পেয়েছে।  সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউক্রেনের চেরিনিভ এবং রাজধানী কিয়েভের কাছে সামরিক তৎপরতা ব্যাপকভাবে কমানো হবে।

বৈঠকের পর রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি বলেন, ইউক্রেন প্রতিনিধিদলের সঙ্গে অর্থবহ আলোচনা হয়েছে। ইউক্রেনের প্রস্তাব পুতিনকে জানানো হবে। 

তিনি  জানান, পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। 

মেদিনস্কি আরও বলেন, আজকের অর্থপূর্ণ আলোচনার পর আমরা একটি সমাধানের বিষয়ে একমত হয়েছি । আমরা একটি প্রস্তাব করেছি যেখানে রাষ্ট্রপ্রধানদের বৈঠক সম্ভব ।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। পুতিনকে ইউক্রেনের সামরিক অভিযান বন্ধ করার জন্য পশ্চিমারা চেলসির মালিক আব্রামোভিচসহ বেশ কয়েকজন রুশ ধনকুবের, কোম্পানি এবং কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান