হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত

রাশিয়ার একটি এসইউ-৩৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৫ জন। স্থানীয় সময় সোমবার (১৭ অক্টোবর) উড্ডয়নের পরপরই দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এরপর নিকটবর্তী একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন ধরে হতাহতের ঘটনা ঘটে। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, ইয়েস্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এসইউ-৩৪ প্রশিক্ষণ ফাইটার-বোম্বারটি একটি আবাসিক ভবনের সামনে বিধ্বস্ত হয়, এ সময় উড়োজাহাজে থাকা জেট ফুয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। 

প্রশিক্ষণের জন্য এসইউ-৩৪ জেটটি উড্ডয়ন করেছিল। উড্ডয়নের পরপরই একটি ইঞ্জিনে আগুন ধরে গেছে বলে কন্ট্রোল রুমকে জানিয়েছিলেন পাইলট।

সর্বশেষ তথ্য অনুযায়ী এ ঘটনায় ৩ শিশুসহ ১৩ জন নিহত হয়েছে ও ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৯ জনকে ইয়েস্ক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর চারজনকে ক্রাসনাদোর আঞ্চলিক হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটির জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি অভিযান শেষ করেছে। এ সময় ৬৮ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং ৩৬০ জনকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছে বলে জানায় মন্ত্রণালয়টি। 

জাতীয় ও আঞ্চলিক কর্তৃপক্ষকে দুর্ঘটনার শিকার ব্যক্তিদের ‘প্রয়োজনীয় সব সহায়তা’ প্রদানের নির্দেশ দিয়েছে ক্রেমলিন। রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, তারা এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করেছে এবং তদন্তকারীদের ঘটনাস্থলে পাঠিয়েছে। 

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

লিওনার্দো দা ভিঞ্চির ডিএনএ পাওয়ার দাবি একটি শিল্পকর্মে

রানি বৌদিকার যুগের বিরল যুদ্ধসম্পদ আবিষ্কার

যে কারণে ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করে ২৫ কোটি খ্রিষ্টান

আফ্রিকা কেন তুরস্কের কৌশলগত অগ্রাধিকার? বাড়ছে গোয়েন্দা পদচারণা

কী আছে গ্রিনল্যান্ডের ভূগর্ভে, যার কারণে ট্রাম্প এত মরিয়া