ইউক্রেন যুদ্ধ ক্রিমিয়ার সঙ্গে শুরু হয়েছিল এবং এর মুক্তি দিয়ে শেষ করতে হবে বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে একটি রাশিয়ান বিমানঘাঁটিতে একের পর এক বিস্ফোরণে একজন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর তিনি এ কথা বলেছেন।
জেলেনস্কি বিস্ফোরণের কথা উল্লেখ না করে বলেছেন, ‘ক্রিমিয়া ইউক্রেনের এবং আমরা কখনোই এটি ছেড়ে দেব না।’
ইউক্রেনের একজন শীর্ষ উপদেষ্টা বিস্ফোরণের দায় অস্বীকার করেছেন। রাশিয়া এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে বলেছেন।
ক্রিমিয়া আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের অংশ, কিন্তু ২০১৪ সালে একটি গণভোটের পরে রাশিয়ায় সংযুক্ত করা হয়েছিল, যা আন্তর্জাতিক সম্প্রদায় অবৈধ হিসেবে দেখে। অনেক ইউক্রেনীয় এটিকে রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধের সূচনা হিসেবে দেখছে।
গতকাল মঙ্গলবার ক্রিমিয়ার পশ্চিমে নভোফেদোরিভকার কাছে স্যাকি সামরিক ঘাঁটিতে ধারাবাহিক বিস্ফোরণ ঘটে, যা রাশিয়ান পর্যটকদের কাছে জনপ্রিয় সমুদ্রতীরবর্তী রিসোর্টগুলোর খুব কাছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের সময় সমুদ্রসৈকতগামীরা দৌড়াচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে তাঁরা কমপক্ষে ১২টি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
ক্রিমিয়ায় রুশ নিযুক্ত স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এক বেসামরিক নাগরিক নিহত এবং আটজন আহত হয়েছেন।