হোম > বিশ্ব > ইউরোপ

ইউরোপে মাঙ্কিপক্সে আক্রান্ত শতাধিক, জরুরি সভা ডেকেছে ডব্লিউএইচও

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো মাঙ্কিপক্স বিষয়ে এক জরুরি সভা ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু। শুক্রবার নতুন করে ছড়িয়ে পড়া এই রোগে ইউরোপের বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা ১ শতাধিক ছাড়িয়ে যাওয়ায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক ডাকা হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কমিটি প্রতিষ্ঠানটির সংক্রামক মহামারি ও সম্ভাব্য মহামারি বিষয়ক কৌশলগত ও প্রযুক্তিগত উপদেষ্টা দলের সঙ্গে বৈঠকে বসবে। এই উপদেষ্টা দলের কাজ হলো—বিশ্ব স্বাস্থ্যের জন্য কোনো বিষয়টি ঝুঁকি সৃষ্টি করতে পারে তা নিরূপণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সচেতন করা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীদের ধারণা এই ভাইরাল রোগটি করোনাভাইরাসের মতো অতটা ভয়াবহভাবে ছড়াবে না। এবং এই রোগের ভাইরাসটি করোনাভাইরাসের মতো ততটা প্রাণঘাতীও নয়। 

এদিকে, নতুন করে ছড়িয়ে পড়া এই ভাইরাসটি প্রথম যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়। পরে তা কানাডা, যুক্তরাজ্য, স্পেন ও পর্তুগালেও ধরা পড়ে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে জার্মানি, ইতালি এবং অস্ট্রেলিয়া।

জার্মানির আর্মড ফোর্স মেডিকেল সার্ভিস শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাজ্য, স্পেন এবং পর্তুগালে বেশ কয়েকজন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার নিশ্চিত খবর পাওয়া গেছে।

১৯৭০ সালে প্রথম শনাক্ত হওয়া এই ভাইরাস বাহিত রোগের নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই। তবে, বিভিন্ন গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সাধারণ গুটিবসন্তে যে টিকা ব্যবহার করা হয় সেই টিকা মাঙ্কিপক্সের চিকিৎসায় প্রায় ৮৫ ভাগ কার্যকর। 

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১