হোম > বিশ্ব > ইউরোপ

‘পার্টিগেট’ কেলেঙ্কারির জন্য ক্ষমা চাইলেন বরিস জনসন

ব্রিটেনে করোনাভাইরাস মহামারি চলাকালে নিয়ম ভঙ্গ করে একটি পার্টিতে যোগ দেওয়ায় ‘সর্বান্তকরণে’ ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার ব্রিটিশ হাউস অব কমনসে দেওয়া এক ভাষণে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। তবে বিরোধীরা তাঁর এই ক্ষমা চাওয়ার বিষয়টিকে তামাশা বলে আখ্যা দিয়েছে। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিজ বাসভবনে হওয়া ওই পার্টিতে যোগ দেওয়ার জন্য বরিস জনসন ক্ষমা চাইলেও এবারও নিজের সপক্ষে সাফাই গেয়েছেন যে—তিনি জেনেশুনে নিয়ম ভঙ্গ করেননি এবং পার্লামেন্টকে এই বিষয়ে ভুল তথ্য দেননি। জনসন এই বিষয়ে তাঁর পদত্যাগের দাবিকে আবারও নাকচ করে দিয়েছেন।

 ‘পার্টিগেট’ কেলেঙ্কারি নামে পরিচিত এই ঘটনা ফাঁস হওয়ার পর হয়েছিল জনসনের দল কনজারভেটিভ পার্টির বিরোধী রাজনীতিবিদেরা এমনকি তাঁর দলেরই অনেকেই তাঁর পদত্যাগ দাবি করেন। সর্বশেষ, গত সপ্তাহে, ২০২০ সালের জুনে ১০ ডাউনিং স্ট্রিটে নিজের জন্মদিনের সারপ্রাইজ পার্টিতে যোগদানের জন্য বরিস জনসনকে ৫০ ব্রিটিশ পাউন্ড অর্থাৎ ৬৫ ডলার জরিমানা করা হয়েছে। এর ফলে, প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে আইন ভঙ্গ করার অপরাধে জরিমানা গুনলেন তিনি। 

এদিকে, বিরোধী দল লেবার পার্টির নেতা কিয়ের স্টারমার জনসনের ক্ষমা প্রার্থনাকে ‘তামাশা’ বলে উল্লেখ করেছেন।

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড