হোম > বিশ্ব > ইউরোপ

ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত, আহত ৪ 

ইসরায়েলি নিরাপত্তাবাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ওই ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘জেনিনে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে দুজন শহীদ এবং সরাসরি গুলিতে আরও চারজন আহত হয়েছেন।’ তবে হতাহতের বিষয়টি স্বীকার না করে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাঁরা ওই সময় ওই এলাকায় এক বিশেষ অভিযান চালাচ্ছিল।

এর আগে, গত ২৮ অক্টোবর ইসরায়েলি সৈন্যদের গুলিতে আরও ২ ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ওই দুজনের মৃত্যু হয়। তারও আগে, গত ২৫ অক্টোবর অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬ ফিলিস্তিনির মৃত্যু হয়। আহত হন আরও ২১ জন। এ বিষয়ে ফিলিস্তিনি ফাতাহ আন্দোলনের এক মুখপাত্র জানান, মঙ্গলবার ভোরে ইসরায়েলি বাহিনী নাবলুস শহরে প্রবেশ করলে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয় তাদের।

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী