হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, ক্ষতিগ্রস্ত চীনা কনস্যুলেট 

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহরগুলোতে টানা তৃতীয় রাত বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত তিনজন নিহত ও একটি চীনা কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। 

গতকাল বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়। যুক্তরাজ্যর সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ইউক্রেনের আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার একটি ছবি প্রকাশ করেছেন। ওই ছবিতে ওডেসা শহরের কৃষ্ণ সাগরের তীরে চীনের কনস্যুলেট ভবনের একটি ভাঙা জানালা দেখা যায়। এছাড়া কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।

এ হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়ার মিত্র চীন। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একদিন আগে বলেছিলেন, চীনে পাঠানোর জন্য নির্ধারিত ৬০ হাজার টন কৃষিপণ্য অন্য একটি বন্দর নগরীতে রুশ হামলায় ধ্বংস হয়েছে। তার এ বক্তব্যের একদিন পর এই হামলার ঘটনা ঘটল।

অন্যদিকে, মাইকোলাইভ শহরে রাশিয়ার হামলায় ১৯ জন গুরুতর আহত হয়েছেন ও অনেকগুলো আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভিতালি কিম। শহরটির মেয়র ওলেক্সান্ডার সেঙ্কেভিচ বলেছেন, হামলায় এক দম্পতি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, রাশিয়া বুধবার রাতে ১৯টি ক্ষেপণাস্ত্র ও ১৯টি ড্রোন ছোড়ে। এর মধ্যে ৫টি ক্ষেপণাস্ত্র ও ১৩টি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে।

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য