হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে স্বাধীনতা দিবসকে ঘিরে বড় হামলার আশঙ্কা

ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের কাছে একটি শহরে গোলাবর্ষণ করেছে রাশিয়া। তবে হামলায় পরমাণু কেন্দ্রটির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া রোববার (২১ আগস্ট) বন্দর শহর ওদেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধজাহাজ থেকে ছোড়া হাইপারসনিক ক্যালিবার মিসাইলের সাহায্যে ওদেসার অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে। ওই অস্ত্রাগারে যুক্তরাষ্ট্রের দেওয়া হাইমার রকেট সিস্টেম ছিল বলে দাবি মস্কোর। এ ছাড়া খারসনে ইউক্রেনের দুইটি এম ৭৭৭ হাউইৎজারও ধ্বংস করার কথা জানানো হয়। 
 
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, অস্ত্রাগার ধ্বংসের কথা সম্পূর্ণ অস্বীকার করেছে ইউক্রেন। কিয়েভের পাল্টা দাবি, রাশিয়ার দুইটি মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করেছে তারা। 

এদিকে রোববার রাতে এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া আরও একটি মানবাধিকার লঙ্ঘন করার প্রক্রিয়া শুরু করেছে। 

আগামী ২৪ আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবস। ৩১ বছর আগে এই দিন সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বেরিয়ে আসে ইউক্রেন। এ ছাড়া দিনটিতে চলমান ইউক্রেন যুদ্ধের ছয় মাস পূর্ণ হবে। কিয়েভের ধারণা, স্বাধীনতা দিবসে রাশিয়া বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে বিশেষ করে কিয়েভে বড় জমায়েত না করার পরামর্শ দেওয়া হয়েছে। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল ইইউ

চুক্তি না করলে পুতিন ও জেলেনস্কি ‘স্টুপিড’: ট্রাম্প

স্পেনে ট্রেন দুর্ঘটনার পর চালকদের ধর্মঘটের ডাক

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও