হোম > বিশ্ব > ইউরোপ

ষষ্ঠ দেশ হিসেবে ফ্রান্সে ১ কোটি করোনা রোগী শনাক্ত

করোনা শুরু থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১ কোটি রোগী শনাক্ত হওয়া দেশের সংখ্যা ছিল ৫টি। ১ জানুয়ারি শনিবার বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে এই তালিকায় প্রবেশ করেছে ফ্রান্স। শনিবার প্রকাশিত সরকারি তথ্য অনুসারে এ তালিকায় দেশটির নাম উঠে আসে।

ফ্রান্সের আগে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, ব্রিটেন এবং রাশিয়ায় ১ কোটির বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রকাশিত শনিবারের প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে ২ লাখ ১৯ হাজার ১২৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা চার দিন দেশটিতে ২ লাখের বেশি রোগী শনাক্ত হওয়ার রেকর্ড হল।

এর আগে শুক্রবার ফ্রান্সে রেকর্ড ২ লাখ ৩২ হাজার ২০০ জনের করোনা শনাক্তের পরে শনিবার দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হলে প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাখো সতর্ক করেছিলেন যে আগামী কয়েক সপ্তাহ করোনা বিধিনিষেধ কঠিন হবে।

নতুন বছর শুরুর আগের ভাষণে মাখো এরই মধ্যে ঘোষণা করা বিধিনিষেধ বাড়ানোর প্রয়োজনের কথা উল্লেখ করেননি। বরং বলেছেন, সরকারকে ব্যক্তি স্বাধীনতাকে আরও সীমাবদ্ধ করা থেকে বিরত থাকতে হবে।

তবে শনিবারের করোনা শনাক্ত দেখে শঙ্কা ছড়িয়ে পড়ায় সরকার ঘোষণা দিয়েছে, সোমবার থেকে জনসমাগমে মাস্ক পরা বাধ্যতামূলক। ছয় বছরের চেয়ে বেশি বয়সী শিশুদের জন্যও এই নিয়ম প্রযোজ্য হবে। এরই মধ্যে প্যারিস এবং লিয়নসহ কিছু বড় শহরের রাস্তায় সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

গত ৭ দিনে ফ্রান্সে দৈনিক গড়ে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৬৫১ জন। যা দেশটিতে যে কোন সপ্তাহের গড়ের চেয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ। এই সংখ্যা ১ মাসে শনাক্ত হওয়া রোগীর তুলনায় পাঁচগুণ।

প্রতিদিন দেশটির হাসপাতালে করোনা রোগী ভর্তির সংখ্যাও নিয়মিত বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ১১০ জন বেড়ে ১ লাখ ২৩ হাজার ৮৫১ জনে দাঁড়িয়েছে। মৃতের হিসেবে ফ্রান্স বিশ্বব্যাপী ১২ তম অবস্থানে রয়েছে। সপ্তাহে দৈনিক গড় মৃত্যু বেড়ে ১৮৬ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা ১৪ মে থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ।

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড