হোম > বিশ্ব > ইউরোপ

জার্মানির ডুসেলডর্ফে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ৫০০ কেজির সক্রিয় বোমা

জার্মানির উত্তর রাইন-ওয়েস্টেফেলিয়া রাজ্যের প্রাচীন শহর ডুসেলডর্ফে মিলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা। এর ওজন আনুমানিক ৫০০ কিলোগ্রাম। গতকাল সোমবার রাতে বোমাটির সন্ধান পাওয়ার পর ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে প্রায় ১৩ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। 

ডুসেলডর্ফের ফায়ার ফাইটার বিভাগ জানিয়েছে, যে বোমাটি পাওয়া গেছে, সেটি প্রায় ৫০০ কেজি ওজনের। বোমাটি যুক্তরাষ্ট্রের নির্মিত। বোমাটি এখনো সক্রিয়।

ডুসেলডর্ফ শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা বোমাটি দ্রুতই নিষ্ক্রিয় করে সরিয়ে নিতে পারবে বলে আশা করা হচ্ছে। যেখানে বোমাটি পাওয়া গেছে, সেখানে আশপাশের ৫০ মিটার পর্যন্ত এলাকার লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। 

ঘটনাস্থল থেকে একটু দূরের একটি স্কুলে সরিয়ে নেওয়াদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বোমাটি শনাক্ত করার ঘটনার পর বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং বেশ কয়েকটি স্থানীয় বাস ও ট্রাম চলাচল বন্ধ হয়ে যায়।  

এখনো জার্মানিতে বিপুল পরিমাণ বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়ে গেছে। বিভিন্ন শহরে প্রায়ই বিভিন্ন অবকাঠামো নির্মাণের লক্ষ্যে খননকাজ চালাতে গেলে প্রায়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের বোমা পাওয়া যায়। 

এর আগে, ২০২২ সালে জার্মানির আরেক শহর ফ্রাঙ্কফুর্টে একই আকারের একটি বোমা পাওয়া যাওয়ার পর ১৩ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়। পরে ২০২১ সালের ডিসেম্বরে মিউনিখেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের আরও একটি বোমা পাওয়া যায়। পরে বোমাটি বিস্ফোরিত হয়ে চারজন আহত হয়।

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে