হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বার্লিনে ব্রিটিশ দূতাবাসের প্রহরীর বিচার শুরু 

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির রাজধানী বার্লিনের ব্রিটিশ দূতাবাসের এক প্রহরীকে গ্রেপ্তার করা হয় বছর খানেক আগে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর বিচারও শুরু হয়েছে। রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাচারসহ মোট আটটি অপরাধে তাঁর বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট আইনে অভিযুক্ত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

পটসডামে বসবাসকারী ওই ব্রিটিশ নাগরিকের নাম ডেভিড ব্যালেন্টিন স্মিথ। তিনি বার্লিনের ব্রিটিশ দূতাবাসের প্রহরী হিসেবে কাজ করতেন। সম্প্রতি তাঁকে জার্মানি থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে, রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মান পুলিশ ডেভিড ব্যালেন্টিনকে ২০২১ সালে আগস্টে গ্রেপ্তার করে।

বিচারপতি মার্ক ওয়াল বলেছেন, স্মিথের বিরুদ্ধে আনীত অভিযোগের বিচারকাজ শুরু করতে কোনো বাধা নেই। স্মিথ গত সপ্তাহে লন্ডনের ওল্ড বেইলিকে আদালতে হাজির করা হয়েছিল এবং ২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বার্লিনে রাশিয়ার সামরিক অ্যাটাশে হিসেবে কর্মরত মেজর জেনারেল সের্গেই চুখুরভকে যুক্তরাজ্যের বেসামরিক কর্মচারীদের সম্পর্কে তথ্য দেওয়ার একটি অভিযোগে তাঁকে আদালত দোষী সাব্যস্ত করেন।

আল-জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্মিথ তাঁর বিরুদ্ধে আনীত আরও ৭টি অভিযোগ স্বীকার করেছেন। এসব অভিযোগের মধ্যে রয়েছে, শত্রু দেশের জন্য বিশেষ করে রাশিয়ার কাছে গুরুত্ব বহন করে এমন তথ্য ও বস্তু সংগ্রহ করা এবং ব্রিটিশ দূতাবাসের নকশা রাশিয়ার কাছে হস্তান্তর করা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল ইইউ

চুক্তি না করলে পুতিন ও জেলেনস্কি ‘স্টুপিড’: ট্রাম্প

স্পেনে ট্রেন দুর্ঘটনার পর চালকদের ধর্মঘটের ডাক

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও