হোম > বিশ্ব > ইউরোপ

নিজ শহরে চিরনিদ্রায় শায়িত হলেন প্রিগোঝিন

নিজ শহর সেন্ট পিটার্সবার্গেই চিরনিদ্রায় শায়িত হলেন রাশিয়ার ভাড়াটে ভাগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন। আবদ্ধ এবং ছোট্ট একটি জমায়েতের মধ্য দিয়ে মঙ্গলবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুপস্থিত ছিলেন। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাগনার বাহিনীর একটি টেলিগ্রাম চ্যানেল থেকে প্রিগোঝিনের অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকাল ৪টায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে সেন্ট পিটার্সবার্গ শহরের নিকটবর্তী একটি সমাধিক্ষেত্রে ৬২ বছর বয়সী প্রিগোঝিনকে সমাহিত করা হয়। এ সময় নিকট আত্মীয়রাই শুধু তাঁকে শেষ বিদায় জানাতে সক্ষম হন। 

ভাগনার বাহিনীর টেলিগ্রাম চ্যানেল থেকে বলা হয়, ‘ইয়েভগেনির বিদায় একটি আবদ্ধ পরিবেশে হয়েছে। যাঁরা তাঁকে বিদায় জানাতে চান, তাঁরা পোরোখভস্কয় সমাধিক্ষেত্রে যেতে পারেন।’ 

গত ২৩ আগস্ট রাজধানী মস্কো থেকে নিজ শহর সেন্ট পিটার্সবার্গে যাওয়ার পথে ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়ে ৯ সহযোগীসহ মারা যান প্রিগোঝিন। এর ঠিক দুই মাস আগেই ভাগনার সেনাদের নিয়ে রুশ সামরিক নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে মস্কো অভিমুখে যাত্রা করেছিলেন তিনি। এ ঘটনার জের ধরে পুতিনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কে ফাটল ধরে বলে ধারণা করা হয়। প্রিগোঝিনের বিদ্রোহকে ‘পিঠে ছুরিকাঘাত’-এর সঙ্গে তুলনা করেন পুতিন। 

অনেকেই দাবি করছেন, ভাগনারপ্রধান প্রিগোঝিন পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। রুশ গোয়েন্দা বাহিনী এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে। তবে এ ধরনের অভিযোগ উড়িয়ে দিয়েছে মস্কো। 

প্রিগোঝিনের মৃত্যুর পর তাঁর সম্পর্কে এক বক্তব্যে পুতিন বলেছিলেন, ‘তিনি খুব মেধাবী ছিলেন, কিন্তু দুর্ভাগ্য নিয়ে এসেছিলেন।’

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট