হোম > বিশ্ব > ইউরোপ

হঠাৎ ঢলে বিধ্বস্ত বেলজিয়াম

আবারও বন্যায় আক্রান্ত হয়েছে বেলজিয়াম। দেশটিতে গত কয়েক দশকে এমন বন্যা দেখা যায়নি। সব মিলিয়ে দেশটির দক্ষিণাঞ্চলের শহর ডিন্যান্টের জনজীবন একেবারে থমকে গেছে। ছিমছাম শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার বেলজিয়ামের দক্ষিণাঞ্চলের ডিন্যান্ট শহরের পথঘাট বন্যার পানিতে ডুবে গেছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে প্রবল স্রোতে ভেসে যেতে দেখা গেছে। কয়েক দশকের মধ্যে দেশটিতে এমন বন্যা দেখা যায়নি। এর সঙ্গে টানা দুই ঘণ্টা বজ্রপাত পুরো শহরকে বিধ্বস্ত করে দিয়েছে। অবশ্য এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দশ দিন আগে বেলজিয়ামের দক্ষিণ–পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ৩৭ জন নিহত হয়েছিল। একই সময়ে জার্মানিতে হওয়া বন্যায়ও বেশ কয়েকজনের প্রাণহানি হয়। তবে বেলজিয়ামে গতকাল ঢল ও বজ্রপাত মিলিয়ে যে ধরনের দুর্যোগ দেখা দিয়েছে, তা বিস্মিত করেছে অনেককেই। একই রকমের দুর্যোগের মুখোমুখি হয়েছে ডিন্যান্ট থেকে কয়েক কিলোমিটার দূরবর্তী শহর আনহি।

ডিন্যান্ট শহরের সাবেক মেয়র রিচার্ড ফোরনক্স সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আমি এই শহরে গত ৫৭ বছর ধরে আছি। এমন কোনো কিছু আমি এর আগে দেখিনি।’

চীনের মতো বেলজিয়ামের ডিন্যান্ট শহরের বন্যার কারণও ওই ভারী বৃষ্টিপাত। এতটাই বৃষ্টি হয়েছে যে, হঠাৎ করেই বন্যার পানিতে তলিয়ে গেছে শহরটি। সঙ্গে প্রবল স্রোত, যা ভাসিয়ে নিয়েছে রাস্তায় থাকা বিভিন্ন যানবাহন। শহরটির বাসিন্দারা তাঁদের জানালায় দাঁড়িয়ে দেখেছেন, নিজের চেনা শহরকে পানিতে তলিয়ে যেতে।

বেলজিয়ামের স্থানীয় টেলিভিশন চ্যানেল আরটিএল টিভির এক প্রতিবেদনে বলা হয়, এই দুর্যোগে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, তার কোনো সুনির্দিষ্ট হিসাব এখনো শহরটির কর্তৃপক্ষ দিতে পারেনি। তারা শুধু বলেছে—উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট