হোম > বিশ্ব > ইউরোপ

হঠাৎ ঢলে বিধ্বস্ত বেলজিয়াম

আবারও বন্যায় আক্রান্ত হয়েছে বেলজিয়াম। দেশটিতে গত কয়েক দশকে এমন বন্যা দেখা যায়নি। সব মিলিয়ে দেশটির দক্ষিণাঞ্চলের শহর ডিন্যান্টের জনজীবন একেবারে থমকে গেছে। ছিমছাম শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার বেলজিয়ামের দক্ষিণাঞ্চলের ডিন্যান্ট শহরের পথঘাট বন্যার পানিতে ডুবে গেছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে প্রবল স্রোতে ভেসে যেতে দেখা গেছে। কয়েক দশকের মধ্যে দেশটিতে এমন বন্যা দেখা যায়নি। এর সঙ্গে টানা দুই ঘণ্টা বজ্রপাত পুরো শহরকে বিধ্বস্ত করে দিয়েছে। অবশ্য এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দশ দিন আগে বেলজিয়ামের দক্ষিণ–পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ৩৭ জন নিহত হয়েছিল। একই সময়ে জার্মানিতে হওয়া বন্যায়ও বেশ কয়েকজনের প্রাণহানি হয়। তবে বেলজিয়ামে গতকাল ঢল ও বজ্রপাত মিলিয়ে যে ধরনের দুর্যোগ দেখা দিয়েছে, তা বিস্মিত করেছে অনেককেই। একই রকমের দুর্যোগের মুখোমুখি হয়েছে ডিন্যান্ট থেকে কয়েক কিলোমিটার দূরবর্তী শহর আনহি।

ডিন্যান্ট শহরের সাবেক মেয়র রিচার্ড ফোরনক্স সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আমি এই শহরে গত ৫৭ বছর ধরে আছি। এমন কোনো কিছু আমি এর আগে দেখিনি।’

চীনের মতো বেলজিয়ামের ডিন্যান্ট শহরের বন্যার কারণও ওই ভারী বৃষ্টিপাত। এতটাই বৃষ্টি হয়েছে যে, হঠাৎ করেই বন্যার পানিতে তলিয়ে গেছে শহরটি। সঙ্গে প্রবল স্রোত, যা ভাসিয়ে নিয়েছে রাস্তায় থাকা বিভিন্ন যানবাহন। শহরটির বাসিন্দারা তাঁদের জানালায় দাঁড়িয়ে দেখেছেন, নিজের চেনা শহরকে পানিতে তলিয়ে যেতে।

বেলজিয়ামের স্থানীয় টেলিভিশন চ্যানেল আরটিএল টিভির এক প্রতিবেদনে বলা হয়, এই দুর্যোগে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, তার কোনো সুনির্দিষ্ট হিসাব এখনো শহরটির কর্তৃপক্ষ দিতে পারেনি। তারা শুধু বলেছে—উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড