হোম > বিশ্ব > ইউরোপ

হঠাৎ ঢলে বিধ্বস্ত বেলজিয়াম

আবারও বন্যায় আক্রান্ত হয়েছে বেলজিয়াম। দেশটিতে গত কয়েক দশকে এমন বন্যা দেখা যায়নি। সব মিলিয়ে দেশটির দক্ষিণাঞ্চলের শহর ডিন্যান্টের জনজীবন একেবারে থমকে গেছে। ছিমছাম শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার বেলজিয়ামের দক্ষিণাঞ্চলের ডিন্যান্ট শহরের পথঘাট বন্যার পানিতে ডুবে গেছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে প্রবল স্রোতে ভেসে যেতে দেখা গেছে। কয়েক দশকের মধ্যে দেশটিতে এমন বন্যা দেখা যায়নি। এর সঙ্গে টানা দুই ঘণ্টা বজ্রপাত পুরো শহরকে বিধ্বস্ত করে দিয়েছে। অবশ্য এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দশ দিন আগে বেলজিয়ামের দক্ষিণ–পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ৩৭ জন নিহত হয়েছিল। একই সময়ে জার্মানিতে হওয়া বন্যায়ও বেশ কয়েকজনের প্রাণহানি হয়। তবে বেলজিয়ামে গতকাল ঢল ও বজ্রপাত মিলিয়ে যে ধরনের দুর্যোগ দেখা দিয়েছে, তা বিস্মিত করেছে অনেককেই। একই রকমের দুর্যোগের মুখোমুখি হয়েছে ডিন্যান্ট থেকে কয়েক কিলোমিটার দূরবর্তী শহর আনহি।

ডিন্যান্ট শহরের সাবেক মেয়র রিচার্ড ফোরনক্স সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আমি এই শহরে গত ৫৭ বছর ধরে আছি। এমন কোনো কিছু আমি এর আগে দেখিনি।’

চীনের মতো বেলজিয়ামের ডিন্যান্ট শহরের বন্যার কারণও ওই ভারী বৃষ্টিপাত। এতটাই বৃষ্টি হয়েছে যে, হঠাৎ করেই বন্যার পানিতে তলিয়ে গেছে শহরটি। সঙ্গে প্রবল স্রোত, যা ভাসিয়ে নিয়েছে রাস্তায় থাকা বিভিন্ন যানবাহন। শহরটির বাসিন্দারা তাঁদের জানালায় দাঁড়িয়ে দেখেছেন, নিজের চেনা শহরকে পানিতে তলিয়ে যেতে।

বেলজিয়ামের স্থানীয় টেলিভিশন চ্যানেল আরটিএল টিভির এক প্রতিবেদনে বলা হয়, এই দুর্যোগে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, তার কোনো সুনির্দিষ্ট হিসাব এখনো শহরটির কর্তৃপক্ষ দিতে পারেনি। তারা শুধু বলেছে—উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা