হোম > বিশ্ব > ইউরোপ

ধর্ষণের অভিযোগে নরওয়ের যুবরাজের ছেলে গ্রেপ্তার

নরওয়ের ক্রাউন প্রিন্সের ছেলে মারিয়াস বোর্গ হোইবি, ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

নরওয়ের যুবরাজের ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে (২৭) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

মারিয়াস বোর্গ হোইবিকে গত সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। তাঁর আইনজীবী অয়ভিন্ড ব্রাটরিয়েন নরওয়ের সরকারি গণমাধ্যম এনআরকে-কে জানান, বোর্গ হোইবি ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।

যুবরাজ হাকন ও মেট-মারিট ২০০১ সালে বিয়ে করেন। এই দম্পতির ছেলে মারিয়াস বোর্গ হোইবি।

নরওয়ের পুলিশ জানিয়েছে, মারিয়াস বোর্গ হোইবিকে ফৌজদারি বিধি লঙ্ঘন করার অপরাধে গ্রেপ্তার করা হয়। তিনি এমন একজনের সঙ্গে শারীরিক সম্পর্ক করেন, যিনি অচেতন বা অন্য কোনো কারণে নিজেকে রক্ষা করতে অক্ষম ছিলেন।

পুলিশ আরও জানিয়েছে, তিনি যে ধরনের যৌন আচরণ করেছেন যেখানে ভুক্তভোগী নারীর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক ছিল না। ওই ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, তিনি নিজেকে রক্ষা করবেন এমন কোন পরিস্থিতি সেখানে ছিল না।

২০ বছর বয়সী ভুক্তভোগী তরুণীর আইনজীবী হেগে সোলোমন সিএনএনকে জানান, বোর্গ হোইবির সঙ্গে আগে কখনোই তাঁর দেখা হয়নি। ঘটনার দিনই তাঁদের প্রথম দেখা হয়। এর আগে তাঁরা কেউ কাউকে চিনতেন না।

অন্য এক প্রতিবেদনে এনআরকে জানিয়েছে, বোর্গ হোইবির বিরুদ্ধে আরও বিভিন্ন অপরাধের অভিযোগ আছে। অভিযোগকারীদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ। এদের মধ্যে তিনজন নারীর সঙ্গে হোইবির সম্পর্ক ছিল। তাঁরা সবাই হোইবির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন।

এর আগে গত আগস্টে নরওয়ে পুলিশ বোর্গ হোইবিকে অসলোর একটি ভবন থেকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করেছিল। যেখানে অভিযোগকারী নারীদের মধ্যে একজন ছিলেন। সোমবার রাতে যখন হোইবিকে গ্রেপ্তার করা হয় তখনও ওই নারী তাঁর গাড়িতে ছিলেন।

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট