হোম > বিশ্ব > ইউরোপ

‘ডার্টি বোমা’ ব্যবহার নিয়ে রাশিয়ার দাবি অস্বীকার ইউক্রেনের

ইউক্রেন নিজ ভূখণ্ডে তেজস্ক্রিয় উপাদান সমৃদ্ধ ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে বলে দাবি করেছে রাশিয়া। তবে রাশিয়ার এমন দাবি অস্বীকার করেছে ইউক্রেন।

বিবিসির খবরে জানা যায়, ইউক্রেন নিজ ভূখণ্ডে বিশেষ ‘ডার্টি বোমা’ ব্যবহার করে রাশিয়ার ওপর দায় চাপানোর পরিকল্পনা করছে এমন অভিযোগ মস্কোর। ডার্টি বোমা হচ্ছে এমন এক বিস্ফোরক যা তেজস্ক্রিয় আবর্জনা ছড়ায়।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু রোববার (২৩ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে ফোনালাপে ইউক্রেনের সম্ভাব্য ‘ডার্টি বোমা’ হামলার বিষয়ে অভিযোগ করেন।

মস্কোর এমন অভিযোগকে মিথ্যা ও ভয়ংকর বলছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউরোপে যদি কেউ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তা কেবল রাশিয়ার পক্ষেই সম্ভব।

মস্কোর এ অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেন, ‘এ বিষয়ে আন্তর্জাতিক মহলকে যতটা সম্ভব কঠোর প্রতিক্রিয়া জানানো উচিত।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় জেলেনস্কি আরও বলেন, ‘যদি রাশিয়া অভিযোগ করে ইউক্রেন এমন বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে, তাহলে বুঝতে হবে তাঁরাই এ ধরনের হামলার প্রস্তুতি নিয়েছে।’

এদিকে ইউক্রেন ‘ডার্টি বোমা’ ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়ার অভিযোগ যৌথভাবে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। সোমবার (২৪ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর ব্রিটিশ ও ফরাসি সরকারের সঙ্গে এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘ইউক্রেন নিজ ভূখণ্ডে ‘ডার্টি বোমা’ ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়ার মিথ্যা অভিযোগসমূহ আমরা প্রত্যাখ্যান করছি। রাশিয়ার এই অভিযোগের বিষয়টিকে যুদ্ধ বাড়ানোর একটি অজুহাত হিসেবে দেখা হবে।’

তেজস্ক্রিয় পদার্থ দিয়ে তৈরি এ ‘ডার্টি বোমা’ একটি বিস্তৃত এলাকাকে দূষিত করার লক্ষ্যে ব্যবহার করা হয়ে থাকে। এ ধরনের বোমা বেসামরিক নাগরিকদের জন্য বিপজ্জনক ও ভয়ংকর। তবে পরমাণু বোমার মতো অতটা ভয়ানক নয়।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট