হোম > বিশ্ব > ইউরোপ

রুশ সৈন্য অপসারণের প্রমাণ চাইলেন ন্যাটো প্রধান ও ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী 

রাশিয়ার প্রতি সৈন্য অপসারণের প্রমাণ চেয়েছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ ও ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। স্থানীয় সময় বুধবার ন্যাটো জোটভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টলটনেবার্গ এ আহ্বান জানান। ন্যাটোর ব্রাসেলসের হেডকোয়ার্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

স্টলটেনবার্গ বলেন, ‘আপাতদৃষ্টিতে মনে হচ্ছে রাশিয়া সৈন্য প্রত্যাহার করছে...কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে, রাশিয়া ক্রমশ সৈন্য সংখ্যা বাড়িয়ে চলেছে এবং আরও সেনা সেখানে পৌঁছানোর পথে রয়েছে।’ 

রাশিয়া ইউক্রেন সীমান্তে আরও সৈন্য সমাবেশ করছে এমন সতর্কবার্তা উচ্চারণ করে স্টলটেনবার্গ আরও বলেন, ‘তাঁরা যদি সত্যিই সৈন্য অপসারণ করে তবে তা আমরা স্বাগত জানাই। কিন্তু তাঁরা যেটা করেছে তা হল, তাঁদের সৈন্য, ট্যাংক এবং অন্যান্য যুদ্ধাস্ত্রের অবস্থান কেবল এদিক সেদিক করেছে—যাতে আমাদের মনে হয় যে, তাঁরা সৈন্য অপসারণ করছে। কিন্তু এমন কর্মকাণ্ড সৈন্য প্রত্যাহারের বিষয়টি প্রমাণ করে না।’ 

এ দিকে, রাশিয়া কর্তৃক সৈন্য অপসারণের ঘোষণা দেওয়ার প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, রাশিয়াকে তাঁর কাজের মাধ্যমে বিবেচনা করা হবে, কথায় নয়। 

স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেন ওয়ালেস বলেছেন, ‘ক্রেমলিন ঘোষণা দিয়েছে তাঁরা সৈন্য অপসারণ করছে, কিন্তু আমরা এখনো এর কোনো প্রমাণ দেখতে পাইনি।’ 

স্টলটেনবার্গের সুরে সুর মিলিয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীও দাবি করেছেন, রাশিয়া ইউক্রেন সীমান্তে সৈন্য সংখ্যা আরও বাড়াচ্ছে। এ সময় তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সৈন্য অপসারণের পর্যাপ্ত প্রমাণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে।’

এ দিকে বুধবার সকালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে বলা হয়, ক্রিমিয়ায় সামরিক মহড়া শেষ করেছে রাশিয়া। সেখানকার সৈন্যরা ঘাঁটিতে ফিরে গেছে। 

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড