হোম > বিশ্ব > ইউরোপ

ন্যাটোভুক্ত হতে আনুষ্ঠানিক আবেদন ফিনল্যান্ড ও সুইডেনের

ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার আগ্রহের কথা আগেই জানিয়েছিল ফিনল্যান্ড ও সুইডেন। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে দেশ দুটি ন্যাটোভুক্ত হওয়ার আবেদন জানিয়েছে। এটিকে গত কয়েক দশকের মধ্যে ইউরোপের নিরাপত্তার প্রশ্নে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় সৈন্যদের সর্বশেষ প্রতিরোধ ঘাঁটি আজভস্টালের পতন ঘটেছে। সেখানে থাকা আড়াই শতাধিক ইউক্রেনীয় সেনা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছে। এ ঘটনার পরপরই ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোভুক্ত হতে আনুষ্ঠানিক আবেদন জানাল। ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে আবেদনপত্রের চিঠি জোটের মহাসচিব জেনস স্টোলটেনবার্গের কাছে হস্তান্তর করেন সুইডেন ও ফিনল্যান্ডের রাষ্ট্রদূত। 

ফিনল্যান্ড ও সুইডেনের আনুষ্ঠানিক আবেদন গ্রহণ করে ন্যাটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গ বলেছেন, ‘এটি এক ঐতিহাসিক মুহূর্ত, যা আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। ন্যাটোতে যোগদানের জন্য ফিনল্যান্ড ও সুইডেনের আবেদনকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনারা আমাদের নিকটতম অংশীদার এবং ন্যাটোতে আপনাদের সদস্যপদ আমাদের সবার নিরাপত্তা বৃদ্ধি করবে।’ 

উল্লেখ্য, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার বিষয়ে একমত নন বলে ঘোষণা দিয়েছেন। নিয়ম অনুযায়ী নতুন কোনো দেশ যদি ন্যাটোতে যোগ দিতে চায়, তবে জোটের ৩০টি সদস্য দেশকে একমত হতে হবে। প্রতিটি সদস্য দেশের অনুমোদন প্রয়োজন হবে। সেই হিসাবে তুরস্কের সমর্থন না পেলে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি বাস্তবিয়ন না-ও হতে পারে। 

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম