হোম > বিশ্ব > ইউরোপ

শিগগিরই ন্যাটোতে হামলা চালাতে পারে রাশিয়া: ডেনমার্ক

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ন্যাটোর ওপর হামলা করতে চলেছে রাশিয়া। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সতর্কবার্তা দিয়ে ডেনমার্কের সামরিক বিনিয়োগ ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে। রাশিয়া প্রত্যাশার থেকেও দ্রুত নতুন করে অস্ত্র–শস্ত্রে সজ্জিত হচ্ছে বলে জানায় মন্ত্রণালয়।

ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লান্ড পোউলসেন বলেন, ‘সামরিক সরঞ্জাম তৈরিতে রাশিয়ার সক্ষমতা ব্যাপকভাবে বেড়েছে।’

পোউলসেনকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘এটা অস্বীকার করা যায় না যে, তিন থেকে পাঁচ বছরের মধ্যে রাশিয়া আর্টিকেল ৫ এবং ন্যাটোর ঐক্য পরীক্ষা করবে। ২০২৩ সালে ন্যাটোর পর্যবেক্ষণে এটি ছিল না। ইদানীং নতুন এ তথ্য সামনে এসেছে।’

নতুন করে এ হুমকি অনুভব করার কারণ হলো, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ন্যাটোভুক্ত অন্য আরেক ইউরোপীয় দেশ একই সতর্কতা দিয়েছে। 

গত জানুয়ারিতে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াস বলেন, সামরিক জোটটিকে আগামী পাঁচ থেকে আট বছরের মধ্যে ন্যাটোভুক্ত যে কোনো দেশে রুশ হামলা প্রতিরোধে প্রস্তুতি নিতে হবে।

পোউলসেন বলেন, ডেনমার্কের বিরুদ্ধে সরাসরি কোনো হুমকি না থাকলেও সদস্য দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় জোটটি হাইব্রিড হামলার মুখোমুখি হতে পারে। 

তিনি বলেন, ‘রাশিয়ার সম্ভবত এটি করার ইচ্ছা রয়েছে। এখন তারা আমাদের প্রত্যাশার চেয়েও আগে সামরিক সক্ষমতা অর্জন করতে পারে। সত্যিকার অর্থে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে।’

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ