মহামারি করোনাভাইরাস রুখতে নতুন এক নিয়মের মধ্য দিয়ে যেতে হচ্ছে ফ্রান্সের নাগরিকদের। বাইরে বের হয়ে কফি খেতে কোনো রেস্টুরেন্টে প্রবেশ করতে লাগবে 'হেলথ পাস'। এমনকি আন্তনগর ট্রেনে যাতায়াত করলেও এ পাস দেখাতে হবে।
দেশটির প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাখো বলছেন, এ নিয়ম করোনা রুখবে এবং টিকা কার্যক্রমের গতি বাড়াবে।
গত মাসে ফ্রান্স সরকারের চালু করা এ নিয়মের বিরুদ্ধে আন্দোলন করেছে হাজার হাজার মানুষ। এরই মধ্যে গতকাল এ নিয়মের মেয়াদ আরও বাড়িয়েছে দেশটি। রাষ্ট্রায়ত্ত আন্তর্জাতিক সংবাদ টেলিভিশন নেটওয়ার্ক 'ফ্রান্স ২৪' এ তথ্য জানিয়েছে। আগামী অক্টোবর পর্যন্ত হেলথ পাস সিস্টেম চালু রাখার চিন্তা করছে সরকার।
টিকার দুই ডোজ, টেস্টের নেগেটিভ রিপোর্ট কিংবা করোনা থেকে সদ্য সুস্থ হলে এ পাস পাওয়া যায়। গত ২১ জুলাই এ নিয়ম চালু হওয়ার পর থেকে প্রতি সপ্তাহের ছুটির দিন রাস্তায় আন্দোলন করছেন হাজার হাজার মানুষ।