হোম > বিশ্ব > ইউরোপ

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইউক্রেনই দায়ী: রাশিয়া

রাশিয়া দাবি করেছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পোল্যান্ডে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তার জন্য ইউক্রেনই দায়ী। মস্কোর দাবি, রাশিয়ার মিসাইল ঠেকাতে ইউক্রেন পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তারই কোনো একটি গিয়ে পোল্যান্ডে বিস্ফোরিত হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ধ্বংসাবশেষের ছবি থেকে রাশিয়ার সামরিক বিশেষজ্ঞরা দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত যে, ইউক্রেনে এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গাইডেড অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইলের টুকরো সেই ধ্বংসাবশেষে রয়েছে।’ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইউক্রেনের ভূখণ্ড থেকেই ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের ৩৫ কিলোমিটার কিলোমিটার দূরত্বের ওই লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছিল।’

বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে পোল্যান্ড দেশটির সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দিয়েছে। এই ঘটনায় পোল্যান্ডে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেছিল ওয়ারশ। এর পরপরই দেশটি ব্রাসেলসে ন্যাটোর সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতেরা এই বিষয়ে জরুরি আলোচনায় বলেছিলেন।

এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী লুদিভাইন দেদোন্দার এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণের ভিত্তিতে, এই হামলা সম্ভবত ইউক্রেনের বিমান বিধ্বংসী ব্যবস্থার আক্রমণের ফলাফল যা রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরোধ করতে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছিল।

এর আগে, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ডের প্রজেওদোতে এ হামলার ঘটনা ঘটে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষাবিষয়ক এক সরকারি কমিটির জরুরি বৈঠকে দেশটির সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং দেশের জনগণকে এ পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

লিওনার্দো দা ভিঞ্চির ডিএনএ পাওয়ার দাবি একটি শিল্পকর্মে

রানি বৌদিকার যুগের বিরল যুদ্ধসম্পদ আবিষ্কার

যে কারণে ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করে ২৫ কোটি খ্রিষ্টান

আফ্রিকা কেন তুরস্কের কৌশলগত অগ্রাধিকার? বাড়ছে গোয়েন্দা পদচারণা

কী আছে গ্রিনল্যান্ডের ভূগর্ভে, যার কারণে ট্রাম্প এত মরিয়া

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ, আটলান্টিকে তেলের ট্যাংকার পাহারা দেবে রাশিয়ার যুদ্ধজাহাজ

প্রেসিডেন্ট মাখোঁর স্ত্রীকে সাইবার বুলিংয়ের দায়ে ১০ জন দোষী সাব্যস্ত

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের হামলা মানে ন্যাটোর মৃত্যু, হুঁশিয়ারি ডেনমার্কের

বিশ্বজুড়ে ভাইরাল ইংল্যান্ডের এক মসজিদ, কারণটা চমৎকার

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের নিন্দায় সরব রাশিয়া, নীরব চীন