হোম > বিশ্ব > ইউরোপ

দাবানলে জ্বলছে রোডস আইল্যান্ড, জীবনশঙ্কায় হাজারো পর্যটক

পর্যটনের জন্য বিখ্যাত গ্রিক দ্বীপ রোডস আইল্যান্ডে ভয়ংকর দাবানলের কবলে পড়েছেন হাজার হাজার পর্যটক। বহু পর্যটক হোটেল ছাড়তে বাধ্য হচ্ছেন। স্থানীয়দের ছাড়া সহায়তা করার মতো তেমন কাউকে তাঁরা পাচ্ছেন না।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল অনলাইনের এক প্রতিবেদন থেকে জানা যায়, রোডসে যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাঁদের খাবার এবং সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ঘুমানোর জন্য সানবেড ব্যবহার করতে হচ্ছে। আটকে পড়া পর্যটকেরা জরুরি ও দ্রুত সাহায্য পাওয়ার জন্য বিভিন্ন সেবা প্রতিষ্ঠানে ফোন করছেন।

জীবন বাঁচাতে মরিয়া পর্যটকেরা যখন নির্ধারিত আশ্রয় ছাড়াই হোটেল ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন, তখন তাঁদের সহায়তার জন্য কোনো কর্তৃপক্ষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা সাধ্যমতো সহায়তা করছেন। তাঁরাও নিজেদের রক্ষা করতে হিমশিম খাচ্ছেন, সেখানে এতগুলো পর্যটকের চাপ সবারই ঝুঁকি বাড়াচ্ছে।

এদিকে রোডস আইল্যান্ডের দাবানলের খবর পর্যটকদের আত্মীয়স্বজনদের কাছে পৌঁছে গেছে। তাঁরা যারপরনাই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। যেখানে গতকাল রোববার রোডস থেকে ৩০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। 

রোডস দ্বীপে ঘুরতে যাওয়া একজন পর্যটক কেলি নিকোলস পরিবারসহ হোটেল ছাড়তে বাধ্য হলে ব্রিটেনে তাঁর মা ডেবি এন্টনি মরিয়া হয়ে মেয়ের জন্য সাহায্য খুঁজতে থাকেন। ডেবি এন্টনি বলেন, ‘আমার মেয়ে কেলি, তার স্বামী এবং তাদের দুই সন্তান, পাশাপাশি আরেক পরিবারের চার সদস্য জীবন বাঁচাতে প্রিন্সেস এন্ড্রিয়ানা রিসোর্ট অ্যান্ড স্পা থেকে বেরিয়ে পড়েছে। তাদের জীবন বাঁচাতে বহুদূর হাঁটতে হয়েছে। এই দীর্ঘ যাত্রায় স্থানীয় মানুষেরা শুধু পানীয় দিয়ে সাহায্য করা ছাড়া আর কাউকে পাওয়া যায়নি।’

‘এটি তাদের বিষয়’—ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চেষ্টায় নীরব কেন পুতিন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল ইইউ

চুক্তি না করলে পুতিন ও জেলেনস্কি ‘স্টুপিড’: ট্রাম্প

স্পেনে ট্রেন দুর্ঘটনার পর চালকদের ধর্মঘটের ডাক

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা