হোম > বিশ্ব > ইউরোপ

দাবানলে জ্বলছে রোডস আইল্যান্ড, জীবনশঙ্কায় হাজারো পর্যটক

পর্যটনের জন্য বিখ্যাত গ্রিক দ্বীপ রোডস আইল্যান্ডে ভয়ংকর দাবানলের কবলে পড়েছেন হাজার হাজার পর্যটক। বহু পর্যটক হোটেল ছাড়তে বাধ্য হচ্ছেন। স্থানীয়দের ছাড়া সহায়তা করার মতো তেমন কাউকে তাঁরা পাচ্ছেন না।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল অনলাইনের এক প্রতিবেদন থেকে জানা যায়, রোডসে যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাঁদের খাবার এবং সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ঘুমানোর জন্য সানবেড ব্যবহার করতে হচ্ছে। আটকে পড়া পর্যটকেরা জরুরি ও দ্রুত সাহায্য পাওয়ার জন্য বিভিন্ন সেবা প্রতিষ্ঠানে ফোন করছেন।

জীবন বাঁচাতে মরিয়া পর্যটকেরা যখন নির্ধারিত আশ্রয় ছাড়াই হোটেল ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন, তখন তাঁদের সহায়তার জন্য কোনো কর্তৃপক্ষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা সাধ্যমতো সহায়তা করছেন। তাঁরাও নিজেদের রক্ষা করতে হিমশিম খাচ্ছেন, সেখানে এতগুলো পর্যটকের চাপ সবারই ঝুঁকি বাড়াচ্ছে।

এদিকে রোডস আইল্যান্ডের দাবানলের খবর পর্যটকদের আত্মীয়স্বজনদের কাছে পৌঁছে গেছে। তাঁরা যারপরনাই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। যেখানে গতকাল রোববার রোডস থেকে ৩০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। 

রোডস দ্বীপে ঘুরতে যাওয়া একজন পর্যটক কেলি নিকোলস পরিবারসহ হোটেল ছাড়তে বাধ্য হলে ব্রিটেনে তাঁর মা ডেবি এন্টনি মরিয়া হয়ে মেয়ের জন্য সাহায্য খুঁজতে থাকেন। ডেবি এন্টনি বলেন, ‘আমার মেয়ে কেলি, তার স্বামী এবং তাদের দুই সন্তান, পাশাপাশি আরেক পরিবারের চার সদস্য জীবন বাঁচাতে প্রিন্সেস এন্ড্রিয়ানা রিসোর্ট অ্যান্ড স্পা থেকে বেরিয়ে পড়েছে। তাদের জীবন বাঁচাতে বহুদূর হাঁটতে হয়েছে। এই দীর্ঘ যাত্রায় স্থানীয় মানুষেরা শুধু পানীয় দিয়ে সাহায্য করা ছাড়া আর কাউকে পাওয়া যায়নি।’

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট