হোম > বিশ্ব > ইউরোপ

শস্যচুক্তির মেয়াদ শেষে ইউক্রেনে রুশ হামলা থামছে না  

শস্যচুক্তির মেয়াদ শেষে ইউক্রেন-রাশিয়ার দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করেছে। একের পর এক হামলা করছে রাশিয়া। সর্বশেষ ইউক্রেনের বন্দরনগরী ওডেসার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে একজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা বলছেন। 

এ ছাড়া ট্রান্সফিগারেশন ক্যাথেড্রাল নামে একটি ঐতিহাসিক গির্জাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, চার শিশুসহ বিস্ফোরণে আহত ১৪ জন এখন হাসপাতালে রয়েছেন। শহরের কাউন্সিল বলেছে, এ সময় আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ঐতিহাসিক অর্থডক্স গির্জারও গুরুতর ক্ষতি হয়েছে।

ইউক্রেন থেকে কৃষ্ণসাগরের ভেতর দিয়ে নিরাপদে শস্য রপ্তানির নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ চুক্তি থেকে রাশিয়া গত সোমবার নিজেদের প্রত্যাহার করে নেবার পর থেকেই ওডেসার ওপর একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে মস্কো ।

ইউক্রেনের অভিযোগ, রাশিয়া ওই চুক্তি ও শস্য রপ্তানির সাথে সম্পর্কিত অবকাঠামোগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। এ সপ্তাহের শুরুতে আরেকটি রুশ আক্রমণে প্রায় ৬০ হাজার টন শস্য ধ্বংস হয়। নতুন এই হামলার কারণে ইউক্রেনের শস্য রপ্তানি ৫০ শতাংশ হ্রাস পাবে এবং কৃষকদের ২০ শতাংশ কম মূল্যে গম বিক্রি করতে হবে। 

ইউক্রেনীয় অর্থডক্স গির্জাটি উনবিংশ শতাব্দীর শুরুতে তৈরি। এটি ১৯৩৯ সালে সোভিয়েত ইউনিয়ন ধ্বংস করে দিয়েছিল তবে ২০০৩ সালে তা আবার পুনর্নির্মাণ করা হয়।

ওডেসা শহরের কেন্দ্রস্থলটিকে এ বছর ইউনেস্কো রুশ প্রতিবাদ সত্ত্বেও বিশ্ব ঐতিহ্যের অংশ বলে ঘোষণা করেছিল। জাতিসংঘের এই সাংস্কৃতিক সংস্থাটি একাধিকবার রাশিয়ার প্রতি ওডেসার ওপর আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট