হোম > বিশ্ব > ইউরোপ

সাইবার হামলার পেছনে রাশিয়াকে খুঁজে পাচ্ছে ইউক্রেন

বেশ বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে ইউক্রেন। এতে দেশটির বেশ কয়েকটি সরকারি ওয়েবসাইট বন্ধ হয়ে গিয়েছিল। রাশিয়া এই হামলা চালাতে পারে বলে গতকাল শুক্রবার জানিয়েছে কিয়েভ। 

এক টুইট বার্তায় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো বলেন, তদন্ত এখনো চলমান আছে।  তবে ইউক্রেনের নিরাপত্তাবাহিনী যেসব আলামত পেয়েছে, তা থেকে বোঝা যায় যে হামলার পেছনে রাশিয়ান গোয়েন্দা সংস্থাই দায়ী।

ইউক্রেন সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার ৭০ সরকারি ওয়েবসাইট লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়। এর মধ্যে ১০টি ওয়েবসাইটে হ্যাকাররা প্রবেশ করতে সক্ষম হয়েছে। তবে কোনো তথ্য পরিবর্তন করতে সক্ষম হয়নি তারা। পাশাপাশি ব্যক্তিগত কোনো তথ্যও চুরি করতে পারেনি। হামলার কিছুক্ষণ পরই ওয়েবসাইটগুলো পুনরুদ্ধার করা হয়েছে। 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংকটের মধ্যেই এই হামলা হলো। 

গতকাল বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটসহ বেশ কয়েকটি ওয়েবসাইট সাইবার হামলার কারণে বন্ধ হয়ে যায়। 

হামলার পর ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইউক্রেনীয়, রাশিয়ান ও পোলিশ ভাষায় একটি বার্তা প্রদর্শন করা হয়েছিল, যেখানে ইউক্রেনের দুটি অতি জাতীয়তাবাদী সংগঠনের নাম উল্লেখ করে বলা হয়েছে, ‘ইউক্রেনীয়দের ভয় পাওয়া উচিত। কারণ তোমাদের জন্য আরও খারাপ সময় অপেক্ষা করছে। তোমাদের সব ব্যক্তিগত তথ্য মুছে ফেলা হয়েছে, যা পুনরুদ্ধার করা অসম্ভব। এ ছাড়া গোপন তথ্যগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে।’ 

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান