হোম > বিশ্ব > ইউরোপ

অভিনব উপায়ে যুদ্ধবিরোধী বার্তা দেওয়া রুশ শিল্পীর ৭ বছরের কারাদণ্ড

অনন্য এক উপায়ে যুদ্ধবিরোধী বার্তা দিয়েছিলেন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের শিল্পী সাশা স্কোচিলেনকো। একটি সুপারমার্কেটের পণ্যের গায়ে মূল্য লেখা লেবেলের মধ্যেই তিনি তাঁর বার্তাগুলো দিয়েছিলেন। 

আজ বৃহস্পতিবার এ বিষয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ৩৩ বছর বয়সী সাশা গত বছরের এপ্রিল থেকেই আটক ছিলেন। রুশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। 

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ পর সেন্ট পিটার্সবার্গের একটি সুপারমার্কেটে যুদ্ধবিরোধী বার্তা দেওয়া শুরু করেছিলেন সাশা। মার্কেটটির পণ্যের গায়ে লাগিয়ে রাখা লেবেলে মূল্য ছাড়াও যুদ্ধবিরোধী বেশ কিছু বার্তা লিখে রেখেছিলেন তিনি। এসব বার্তার একটিতে লিখেছিলেন—‘রাশিয়ান সেনাবাহিনী মারিউপোলের একটি আর্ট স্কুলে বোমাবর্ষণ করেছে। প্রায় ৪০০ মানুষ এর ভেতর লুকিয়ে ছিল।’ 

আরেকটি বার্তায় লিখেছেন—‘আমার দাদা বিশ্বযুদ্ধে চার বছর এ জন্য যুদ্ধ করেননি যে, রাশিয়া একটি স্বৈরশাসকের দেশে পরিণত হবে এবং ইউক্রেনে আক্রমণ করবে।’ 

আরও লিখেছেন—‘রাশিয়ান সেনারা মারিউপোলের ৮০ ভাগ ধ্বংস করে দিয়েছে। কিন্তু কেন?’ 

লিখেছিলেন—‘আমাদের সন্তানের জীবন দিয়ে এই যুদ্ধের মূল্য চুকাতে হচ্ছে।’ 

সাশা স্কোচিলেনকোর বিরুদ্ধে আনা সব অভিযোগই তিনি স্বীকার করেছেন। আদালতকে তিনি বলেছিলেন, ‘আমি আমার মতামত এবং আমার সত্যের পাশে থাকব।’ 

একটি বিতর্কিত আইনের অধীনে রাশিয়ার সেনাবাহিনীকে অসম্মান করার অভিযোগে শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত করা হয় স্কোচিলেনকোকে। ওই আইনটি যুদ্ধবিরোধী যে কোনো কার্যকলাপকে অপরাধ হিসেবে গণ্য করে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট