হোম > বিশ্ব > ইউরোপ

আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি: রাশিয়া

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে রাশিয়া। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে পেসকভ বলেছেন, ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের আলোচনার পর কোনো অগ্রগতি হয়নি তবে রাশিয়া ইউক্রেনের লিখিত দাবিকে স্বাগত জানিয়েছে। 

পেসকভ আরও বলেন, ‘এটি ইতিবাচক যে—ইউক্রেনের আলোচনার প্রতিনিধিদল অন্ততপক্ষে তাঁদের দাবিগুলো দৃঢ়ভাবে প্রণয়ন করতে শুরু করেছে এবং তাঁরা যা প্রস্তাব করেছে তা আলোচনার টেবিলে দলিল হিসেবে উপস্থাপন করেছে। তবে, যদি বলতে হয়—আমরা এখনো প্রতিশ্রুতিশীল কিছু অর্জন করতে পারিনি, কোনো সাফল্যও নেই। সামনে অনেক কাজ পড়ে রয়েছে।’ 

পেসকভ জানিয়েছেন, রাশিয়ার আলোচক দলে প্রধান ভ্লাদিমির মেদিনস্কি বুধবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় আলোচনার ফলাফল সম্পর্কে একটি আপডেট দেবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার সামরিক তৎপরতা কমানোর ঘোষণা দেওয়া হলেও এখনো ইউক্রেনে ‘রুশ বোমাবর্ষণ কমেনি’ বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্টের এ দাবি করেছেন। আজ বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জেলেনস্কি তাঁর ভাষণে বলেন, ‘আমি নিশ্চিত যে আপনারা খবরটি দেখেছেন—রাশিয়ার সামরিক বাহিনী কিয়েভ ও চেরনিহিভ এলাকায় তাদের সামরিক তৎপরতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ইউক্রেন সতর্ক অবস্থা ত্যাগ করতে চায় না এবং সেরকম পরিস্থিতি এখনো হয়ে ওঠেনি। চ্যালেঞ্জের মাত্রা কমেনি। রাশিয়ার সেনাবাহিনীর এখনো আমাদের দেশের বিরুদ্ধে আক্রমণ চালানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাদের কাছে প্রচুর সরঞ্জাম ও লোক রয়েছে।’ 

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম