ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত চলছে গত ২৪ ফেব্রুয়ারি থেকে। মার্কিন চিন্তক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব দ্য স্টাডি অব ওয়ার এই সংঘাতের গত ২৪ ঘণ্টার একটি চিত্র তুলে ধরেছে। বলা হয়েছে, এই সময়ের মধ্যে রাশিয়ান বাহিনী ইউক্রেনের বেশ কয়েকটি শহরে আক্রমণ চালিয়েছে।
ইনস্টিটিউট অব দ্য স্টাডি অব ওয়ারের এই বিশ্লেষণ তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তাতে বলা হয়েছে, ইউক্রেনের কিছু অঞ্চলে রুশ আক্রমণ জোরদার হয়েছে। আবার কোথাও তা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। সর্বশেষ বিশ্লেষণের ওপর ভিত্তি করে রাশিয়ার আক্রমণের গত ২৪ ঘণ্টার একটি চিত্র নিচে দেওয়া হলো।
কিয়েভ: রুশ বাহিনী গত সোম ও মঙ্গলবার ইরপিন ও গুটা-মেজিহিরকসাতে বিক্ষিপ্ত আক্রমণ শুরু করেছে। রাজধানীর বাইরের অঞ্চলগুলোতেই তারা আক্রমণ করেছে। গত ২৪ ঘণ্টায় শহরের ভেতরে ঢোকার কোনো চেষ্টা করেনি তারা।
মারিউপোল: রাশিয়া পূর্ব ও পশ্চিম দিক থেকে দক্ষিণাঞ্চলীয় এই শহরে হামলা চালিয়ে যাচ্ছে।
খারকিভ: রুশ বাহিনী উত্তর-পূর্বের এই শহর ঘেরাও করার চেষ্টা চালাচ্ছে। তবে সেখানে তাদের গোলাবারুদ কমে গেছে বলে মনে করা হচ্ছে।
ওডেসা: রাশিয়া এখনো দক্ষিণের এই বন্দরনগরীকে লক্ষ্য করে সমুদ্রপথে অভিযান শুরু করতে প্রস্তুত নয়। কারণ সেখানে স্থলপথে কোনো সেনা ব্যারাক তারা এখনো স্থাপন করেনি।
এদিকে বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশে রাশিয়ার সেনাবাহিনী হামলা জোরদার করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়ে, রুশ সেনাদের হামলার মুখে কিয়েভের পতনের আশঙ্কা করছেন দেশটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাশিয়ার সঙ্গে সমঝোতারও ইঙ্গিত দেওয়া হয়েছে। ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ ন্যাটো সদস্যপদের বিষয়ে মস্কোর সঙ্গে একটি সমঝোতায় যেতে প্রস্তুত।