ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বারে বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন এক বন্দুকধারীকে আটক করা হয়েছে। আরেকজন দৌড়ে পালিয়ে গেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
উত্তর-পূর্ব প্যারিসের পুলিশ বাহিনী বলেছে, একটি গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি বারের উঁচু চত্বরে বসে থাকা ব্যক্তিদের লক্ষ করে গুলি চালান।
স্থানীয় মেয়র ফ্রাঁসোয়া ভগলিন বলেছেন, একটি শিসা বারে এ হামলার ঘটনা ঘটেছে। পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে। কিন্তু কী উদ্দেশ্যে এই হামলা, তা এখনো জানা যায়নি।
বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, পলাতক দ্বিতীয় বন্দুকধারীকে ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটি ‘মেডিকো-সাইকোলজিক্যাল সেল’ খোলা হবে বলেও পুলিশ জানিয়েছে।