হোম > বিশ্ব > ইউরোপ

হঠাৎ উড়োজাহাজের রানওয়েতে যুবক, টেনে নিল ইঞ্জিনের বাতাস

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ইতালির উত্তরাঞ্চলীয় শহর মিলানের বেরগামো বিমানবন্দরে বাতাসের টানে উড়োজাহাজের ইঞ্জিনের ভেতরে ঢুকে এক ব্যক্তির প্রাণহানি ঘটেছে। বিমানটি উড্ডয়নের প্রস্তুতির সময় ইঞ্জিনের বাতাসের টানে ওই ব্যক্তি সেখানে ঢুকে যাওয়ায় তাঁর প্রাণহানি ঘটে।

আজ মঙ্গলবার বেরগামো বিমানবন্দর কর্তৃপক্ষের এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।

বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা স্যাকবোর ওই মুখপাত্র বলেছেন, যে ব্যক্তি মারা গেছেন, তিনি বিমানের যাত্রী নন। এমনকি বিমানবন্দরের কোনো কর্মচারী নন তিনি। ওই ব্যক্তিকে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তিনি জোরপূর্বক বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়েন।

ইতালির স্থানীয় দৈনিক পত্রিকা কুরিয়েরে দেলা সেরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তির বয়স ৩০ এর কোঠায়। তিনি হঠাৎ বিমানবন্দরে ঢুকে পড়েন এবং জরুরি বহির্গমন পথ ব্যবহার করে দৌড়ে রানওয়ের দিকে চলে যান। সেই সময় রানওয়েতে একটি উড়োজাহাজ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।

এর আগে, স্পেনের বিমান সংস্থা ভোলোটিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, বেরগামো থেকে স্পেনের আস্তুরিয়াসগামী ভোলোটিয়ার একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে ‌‘দুর্ঘটনার’ শিকার হয়েছে।

পোস্টে বলা হয়, দুর্ঘটনার শিকার ব্যক্তি উড়োজাহাজে ছিলেন না এবং আমাদের প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত নন। এই ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। বিমানের ১৫৪ যাত্রী ও ছয়জন ক্রুর সবাই নিরাপদে আছেন।

ভোলোটিয়া বলেছে, আমরা এই ঘটনায় ভুক্তভোগী যাত্রী ও ক্রুদের সর্বোচ্চ সহায়তা করছি। এমনকি তাদের মানসিক সমর্থনও দেওয়া হচ্ছে। ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে উড়োজাহাজ কর্তৃপক্ষ ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও জানিয়েছে সংস্থাটি।

আকাশে উড়োজাহাজের অবস্থান শনাক্তকারী সাইট ফ্লাইটরাডার২৪ বলেছে, বেরগামো বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়া উড়োজাহাজটি ছিল একটি এয়ারবাস এ৩১৯। এই দুর্ঘটনার পরপরই ইতালির তৃতীয় সর্বোচ্চ যাত্রী চলাচলকারী বেরগামো বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে স্যাকবো বলেছে, দুপুরের পর থেকে বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট