হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’র মুখোমুখি রাশিয়া: ক্রেমলিন

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’র মুখোমুখি হয়েছে রাশিয়া বলে জানিয়েছে ক্রেমলিন। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করেছেন। এবং এই ক্ষয়ক্ষতিকে দেশের জন্য বিশাল ট্র্যাজেডি বলেও উল্লেখ করেছেন তিনি। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দিমিত্রি পেসকভ স্কাই নিউজকে বলেন, ‘আমাদের সৈন্যদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং এটি আমাদের দেশের জন্য একটি বড় ট্র্যাজেডি।’ 

এর আগে, গত ২৫ মার্চ রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ইউক্রেনে রাশিয়ার সৈন্যদের হতাহতের সংখ্যা নিরূপণ করা কঠিন, তবে আমাদের সাম্প্রতিক তথ্যমতে ১৩৫১ জন সৈন্য নিহত এবং ৩,৮২৫ জন আহত হয়েছেন। তবে ইউক্রেনের দাবি, অন্তত ১৯ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। 

তবে, বিশেষজ্ঞদের মত, কোনো পক্ষের পরিসংখ্যানই বিশ্বাস করা যায় না। কারণ কিয়েভ সম্ভবত তাদের সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য সংখ্যাটি বাড়িয়ে বলতে পারে বিপরীতে রাশিয়া তাদের সৈন্যদের মনোবল বাড়াতে সংখ্যা হ্রাস করে বলেছে। 

কিয়েভের উত্তরাঞ্চলসহ ইউক্রেনের বেশ কিছু এলাকা থেকে রুশ সৈন্য প্রত্যাহারের বিষয়ে মন্তব্য করে পেসকভ বলেন, এটি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার সময় ‘উত্তেজনা হ্রাস’ করার ক্ষেত্রে একটি ‘শুভেচ্ছা স্মারক’। 
 

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ