হোম > বিশ্ব > ইউরোপ

রুশ নাগরিকদের এখনই বেলগোরোদে না ফেরার আহ্বান

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে যুদ্ধের কারণে যারা বাড়িঘর ছেড়ে পালিয়েছেন, তাঁদের এখনই ফিরে না আসার আহ্বান জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। দেশটির কর্মকর্তারা বলেছেন, একটি সশস্ত্র নাশকতা সৃষ্টিকারী গোষ্ঠী ইউক্রেন থেকে রাশিয়ায় ঢুকে পড়েছে। তারা গতকাল সোমবার গ্রেভোরনস্কিতে হামলা চালিয়েছে।

ওই অস্ত্রধারী অনুপ্রবেশকারীদের সঙ্গে লড়াই করছে মস্কোর সেনারা। একই সময়ে এই সন্ত্রাসী হামলার তদন্ত করছে তারা।

তবে ইউক্রেন এই হামলা ও অনুপ্রবেশকারীদের বিষয়ে দায় অস্বীকার করেছে। ইউক্রেনের দাবি, রাশিয়ার দুটি আধাসামরিক গোষ্ঠী এই আক্রমণের জন্য দায়ী। 

এ পর্যন্ত সংঘর্ষে কেউ নিহত হননি। তবে অনেকেই আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাদকভ আজ মঙ্গলবার বলেছেন, সরিয়ে নেওয়া ব্যক্তিদের মধ্যে দুজন বেসামরিক নাগরিকও রয়েছেন। রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন বিভিন্ন গুরুত্বপূর্ণ রুশ ভবনে হামলা করছিল।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি যাচাই করে দেখেছে, হামলার শিকার ভবনগুলোর মধ্য রাশিয়ার প্রধান নিরাপত্তা সংস্থা এফএসবির একটি ভবনও রয়েছে। তবে কিসের হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে তা স্পষ্ট নয়।

গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাদকভ আরও বলেন, বেশ কয়েকটি গ্রামের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। যাঁরা বাড়িঘর ছেড়ে পালিয়েছেন, তাঁদের এখনই ফিরে না আসার জন্য সতর্ক করা হয়েছে। কারণ, রুশ বাহিনী এই হামলাকে ‘মোপিং আপ’ (যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের সবাইকে হত্যা) অপারেশন হিসেবে চিহ্নিত করেছে। 

রাশিয়ায় গতকাল সোমবারের এই হামলা ১৫ মাসের মধ্য সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে। হামলার পর রুশ সরকার দ্রুত বেলগোরোদে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে। প্রদেশটির কর্তৃপক্ষকে যোগাযোগব্যবস্থা ও জনগণের চলাচল বন্ধে বিশেষ ক্ষমতাও দিয়েছে। 

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, এ ঘটনার পেছনে লিবার্টি অব রাশিয়া লিজিয়ন এবং রাশিয়ান ভলান্টিয়ার কর্পস (আরভিসি) গ্রুপ জড়িত রয়েছে। 

লিবার্টি অব রাশিয়া লিজিয়ন ইউক্রেনভিত্তিক রুশ মিলিশিয়া গ্রুপ। যারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উৎখাত করতে দেশটির অভ্যন্তরে কাজ করে। 

গতকাল সোমবার এক টুইট বার্তায় সংস্থাটি বলেছে, তারা রাশিয়ার সীমান্ত অঞ্চলের শহর কোজিনকাকে ‘সম্পূর্ণ স্বাধীন’ করেছে। তাঁদের ফরোয়ার্ড ইউনিটগুলো এখন আরও পূর্বে গ্রেভোরন শহরে পৌঁছেছে। 

ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনে অনেক রুশ জাতির বাস রয়েছে। তবে তারা এখন ইউক্রেনীয় জঙ্গি। হামলাকারীদের উদ্দেশ্য ছিল ইউক্রেনের বাখমুত থেকে যুদ্ধের দিক ভিন্ন দিকে নেওয়া। 

এদিকে রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপ কয়েক মাস ধরে তীব্র ও রক্তক্ষয়ী লড়াইয়ের পর সম্প্রতি বাখমুত শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে। 

তবে কিয়েভের জোর দাবি, বাখমুতের কিছু অংশ এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার আজ মঙ্গলবার বলেছেন, বাখমুতে সংঘর্ষের মাত্রা কমেছে, যদিও এর আশপাশের এলাকায় গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট