হোম > বিশ্ব > ইউরোপ

অস্ট্রেলিয়ায় লকডাউন বিরোধী বিক্ষোভ

অস্ট্রেলিয়ার বিভিন্ন বড় শহরগুলোতে লকডাউন-বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ব্রিসবেন এবং সিডনিতে লকডাউন বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন হাজার হাজার বিক্ষোভকারী। বিক্ষোভের সময় বিভিন্ন শহরে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সিডনিতে বিক্ষোভকারীরা স্বাধীনতা চাই বলে স্লোগান দিতে থাকে। অস্ট্রেলিয়া পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সিডনি থেকে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ নিশ্চিত করেছে যে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে বিক্ষোভ, প্লাস্টিকের বোতল ও গাছ নিক্ষেপ করেছে। এরপরেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

করোনার ডেলটার ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে লকডাউন জারি করা হয়েছে। উন্নত দেশগুলোর মধ্যে করোনার টিকার দেওয়ার হার অস্ট্রেলিয়ার সবচেয়ে কম। দেশটিতে এ পর্যন্ত মাত্র ১৪ শতাংশ মানুষ করোনার টিকা নিইয়েছেন।

এদিকে অস্ট্রেলিয়ার মেলবোর্নেও হাজার হাজার মানুষ মাস্ক ছাড়াই বিক্ষোভ করেছেন। পাশাপাশি ব্রিসবেনে পার্লামেন্ট হাউসের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সিডনিতে গত চার সপ্তাহ ধরে লকডাউন চললেও সেখানে সংক্রমণ কমেনি। গত শনিবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে নতুন করে ১৬৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে ।

এ নিয়ে নিউ সাউথ ওয়েলস রাজ্যের ব্র্যাড হ্যাজার্ড বলেন, যদি আমাদের রাজ্যে অবস্থা খারাপ হয় তাহলে এটি পুরো দেশেই খারাপ অবস্থায় ফেলে দিতে পারে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ৩১ হাজার ৫৯৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৯১৬ জন।

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড