হোম > বিশ্ব > ইউরোপ

অস্ট্রেলিয়ায় লকডাউন বিরোধী বিক্ষোভ

অস্ট্রেলিয়ার বিভিন্ন বড় শহরগুলোতে লকডাউন-বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ব্রিসবেন এবং সিডনিতে লকডাউন বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন হাজার হাজার বিক্ষোভকারী। বিক্ষোভের সময় বিভিন্ন শহরে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সিডনিতে বিক্ষোভকারীরা স্বাধীনতা চাই বলে স্লোগান দিতে থাকে। অস্ট্রেলিয়া পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সিডনি থেকে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ নিশ্চিত করেছে যে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে বিক্ষোভ, প্লাস্টিকের বোতল ও গাছ নিক্ষেপ করেছে। এরপরেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

করোনার ডেলটার ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে লকডাউন জারি করা হয়েছে। উন্নত দেশগুলোর মধ্যে করোনার টিকার দেওয়ার হার অস্ট্রেলিয়ার সবচেয়ে কম। দেশটিতে এ পর্যন্ত মাত্র ১৪ শতাংশ মানুষ করোনার টিকা নিইয়েছেন।

এদিকে অস্ট্রেলিয়ার মেলবোর্নেও হাজার হাজার মানুষ মাস্ক ছাড়াই বিক্ষোভ করেছেন। পাশাপাশি ব্রিসবেনে পার্লামেন্ট হাউসের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সিডনিতে গত চার সপ্তাহ ধরে লকডাউন চললেও সেখানে সংক্রমণ কমেনি। গত শনিবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে নতুন করে ১৬৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে ।

এ নিয়ে নিউ সাউথ ওয়েলস রাজ্যের ব্র্যাড হ্যাজার্ড বলেন, যদি আমাদের রাজ্যে অবস্থা খারাপ হয় তাহলে এটি পুরো দেশেই খারাপ অবস্থায় ফেলে দিতে পারে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ৩১ হাজার ৫৯৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৯১৬ জন।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট