হোম > বিশ্ব > ইউরোপ

টিকাবিরোধী আন্দোলনে সমর্থন দেওয়া ফরাসি আইনপ্রণেতার কোভিডেই মৃত্যু

করোনাভাইরাসের টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করা ফ্রান্সের ডানপন্থী দলের আইনপ্রণেতা জোসে এভারার্ড কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট রিচার্ড ফেরান্ড এমনটি জানান।

বার্তা সংস্থা এএফপি জানায়, করোনা নিয়ন্ত্রণে আনতে ফ্রান্স সরকারের কার্যক্রমের বিরোধী ছিল জোসে এভারার্ডের দল। তবে ৭৬ বছর বয়সী জোসে এভারার্ড করোনার টিকা নিয়েছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে করোনাবিরোধী আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন এভারার্ড। 

এ নিয়ে একটি টুইট বার্তায় ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট রিচার্ড ফেরান্ড বলেন, তাঁর স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন, সেই সঙ্গে সহকর্মী ও সহযোগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

জোসে এভারার্ড ফ্রান্সের উত্তরাঞ্চলীয় পাস-ডি-ক্যালাইসের আইনপ্রণেতা ছিলেন। তিনি ডানপন্থী দল ডেবুট লা ফ্রান্সের সদস্য ছিলেন। এই দলের প্রতিষ্ঠাতা হলেন নিকোলাস ডুপন্ট-অ্যাগনান। তিনি ফ্রান্সের টিকাবিরোধী আন্দোলনকারীদের মধ্যে খুব জনপ্রিয়। গত অক্টোবরে কোভিড-১৯ ভ্যাকসিনের সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠনের দাবিতে এভারার্ড একটি সংসদীয় প্রস্তাবে স্বাক্ষর করেছিলেন।

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড