হোম > বিশ্ব > ইউরোপ

যুদ্ধে ইউক্রেনের ৪ লাখ সেনা হতাহত, ১৪ হাজার ট্যাংক বিধ্বস্ত: রাশিয়া 

বিগত ১ বছর ৯ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের ক্ষয়ক্ষতির বিবরণ জানিয়েছে রাশিয়া। গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রুশ মন্ত্রিসভার এক বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারির পর থেকে বর্তমান সময় পর্যন্ত ইউক্রেনের প্রায় ৪ লাখ সেনা হতাহত হয়েছে। এ সময় তিনি জানান, রণক্ষেত্রে রাশিয়ার সেনারা এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে। 

শোইগুর মতে, বিগত বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া যুদ্ধে ইউক্রেনের অন্তত ৩ লাখ ৮৩ হাজার সেনা হতাহত হয়েছে। এই সময়ে দেশটি অন্তত ১৪ হাজার ট্যাংক, বিভিন্ন সাঁজোয়া ও পদাতিক যান হারিয়েছে। একই সময়ে ইউক্রেনের ৫৫৩টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রুশ প্রতিরক্ষা বাহিনীর আক্রমণে ইউক্রেন হেলিকপ্টার হারিয়েছে ২৫৯টি। এ ছাড়া সাড়ে ৮ হাজার বিভিন্ন ধরনে গোলন্দাজ ও মাল্টিপল রকেট লঞ্চার ইউনিটও হারিয়েছে ইউক্রেন। 

রুশ প্রতিরক্ষামন্ত্রীর দাবি, জুনের শুরুতে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে কিয়েভ তার সশস্ত্র বাহিনীতে কর্মরত জনবলের প্রায় অর্ধেকই হারিয়ে ফেলেছে। ব্যয়বহুল এই পাল্টা আক্রমণ রাশিয়ার বিরুদ্ধে কোনো ধরনের ফলপ্রসূ অভিযানে সক্ষম হয়নি। ফলে যে লক্ষ্যে কিয়েভ এই পাল্টা আক্রমণ চালিয়েছিল তা ব্যর্থ হয়েছে। ইউক্রেন ও পশ্চিমা সমর কর্মকর্তারাও বিষয়টি স্বীকার করেন এখন। 

বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঘোষণা করেন, মস্কো যেসব লক্ষ্য অর্জনের লক্ষ্যে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের চালিয়েছে সেগুলো এখনই ত্যাগ করছে না। তিনি আরও বলেন, রাশিয়ান সামরিক বাহিনী বর্তমানে সংঘাতে কৌশলগতভাবে এগিয়ে যাওয়ার জন্য ব্যাপক সুবিধাজনক অবস্থানে রয়েছে। 

পুতিন আরও বলেন, কিয়েভ তার পশ্চিমা প্রভুদের কিছু ভালো ফলাফল দেখানোর জন্য তার রিজার্ভ নষ্ট করছে। কিন্তু পশ্চিমা বিশ্বের সমরাস্ত্র যে অজেয়—এই ধারণাও রুশ বাহিনী বিগ কয়েক মাসে উড়িয়ে দিয়েছে। এ সময় পুতিন দাবি করেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া কৌশলগত পরাজয় বরণ করবে পশ্চিমা বিশ্বে এই আশাও আর নেই।

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা

বুলগেরিয়ায় গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়ল জেলিয়াজকভের সরকার