হোম > বিশ্ব > ইউরোপ

নতুন রুট ব্যবহার করে ইউক্রেনের পণ্যবাহী জাহাজ পৌঁছাল স্পেনে

১৮ হাজার টন খাদ্যশস্যবাহী একটি ইউক্রেনীয় জাহাজ স্পেনে পৌঁছেছে। স্থানীয় সোমবার জাহাজটি স্পেনের উত্তর–পূর্বাঞ্চলের একটি বন্দরে পৌঁছায়। পশুখাদ্যবাহী ওই জাহাজটি রাশিয়ার অবরোধ এড়িয়ে একটি নতুন সামুদ্রিক পথ ধরে স্পেনে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ।

সিএনএনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, আল্পপিলা নামে ওই কার্গো জাহাজটি স্পেনের আ করুনা বন্দরে পৌঁছান। আগামী মঙ্গলবার নাগাদ জাহাজটির মালামাল খালাস করা হবে। কৃষ্ণ সাগরে রাশিয়ার অবরোধ থাকায় বাল্টিক সাগরের নতুন রুট ব্যবহার করে এই প্রথম কোনো ইউক্রেনীয় জাহাজ রপ্তানি দ্রব্য নিয়ে স্পেন পৌঁছাল। 

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকেই দেশটির খাদ্যশস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। আক্রমণ শুরু হওয়ার পর থেকেই দেশটি রপ্তানির নতুন পথ খুঁজছিল। সর্বশেষ, গত রোববার ইউক্রেন সরকারের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তাঁরা ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির একটি বিকল্প পথ খুঁজে পেয়েছেন।

ইউক্রেনের উপ–পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো সেনিক বলেছেন, ইউক্রেন রোমানিয়া, পোল্যান্ডের সঙ্গে মিলে বাল্টিক সাগর হয়ে একটি নতুন সামুদ্রিক রুট চালুর চেষ্টা করছেন। যাতে ইউক্রেন ২২ মিলিয়ন টন খাদ্যশস্য রপ্তানি করতে পারেন। তিনি বলেন, ‘যদিও এটি খুবই ছোট্ট পরিমাণ কিন্তু এর মধ্য দিয়ে ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানির একটি নতুন সম্ভাবনা উন্মোচিত হলো।’ 

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা