হোম > বিশ্ব > ইউরোপ

নতুন রুট ব্যবহার করে ইউক্রেনের পণ্যবাহী জাহাজ পৌঁছাল স্পেনে

১৮ হাজার টন খাদ্যশস্যবাহী একটি ইউক্রেনীয় জাহাজ স্পেনে পৌঁছেছে। স্থানীয় সোমবার জাহাজটি স্পেনের উত্তর–পূর্বাঞ্চলের একটি বন্দরে পৌঁছায়। পশুখাদ্যবাহী ওই জাহাজটি রাশিয়ার অবরোধ এড়িয়ে একটি নতুন সামুদ্রিক পথ ধরে স্পেনে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ।

সিএনএনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, আল্পপিলা নামে ওই কার্গো জাহাজটি স্পেনের আ করুনা বন্দরে পৌঁছান। আগামী মঙ্গলবার নাগাদ জাহাজটির মালামাল খালাস করা হবে। কৃষ্ণ সাগরে রাশিয়ার অবরোধ থাকায় বাল্টিক সাগরের নতুন রুট ব্যবহার করে এই প্রথম কোনো ইউক্রেনীয় জাহাজ রপ্তানি দ্রব্য নিয়ে স্পেন পৌঁছাল। 

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকেই দেশটির খাদ্যশস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। আক্রমণ শুরু হওয়ার পর থেকেই দেশটি রপ্তানির নতুন পথ খুঁজছিল। সর্বশেষ, গত রোববার ইউক্রেন সরকারের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তাঁরা ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির একটি বিকল্প পথ খুঁজে পেয়েছেন।

ইউক্রেনের উপ–পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো সেনিক বলেছেন, ইউক্রেন রোমানিয়া, পোল্যান্ডের সঙ্গে মিলে বাল্টিক সাগর হয়ে একটি নতুন সামুদ্রিক রুট চালুর চেষ্টা করছেন। যাতে ইউক্রেন ২২ মিলিয়ন টন খাদ্যশস্য রপ্তানি করতে পারেন। তিনি বলেন, ‘যদিও এটি খুবই ছোট্ট পরিমাণ কিন্তু এর মধ্য দিয়ে ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানির একটি নতুন সম্ভাবনা উন্মোচিত হলো।’ 

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড