হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন ইস্যুতে বিতর্কিত মন্তব্যের জেরে জার্মান নৌবাহিনীর প্রধানের পদত্যাগ

ইউক্রেন নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে পদত্যাগ করেছেন জার্মান নৌবাহিনীর প্রধান কে-আচিম শোয়েনবাখ। আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

স্থানীয় সময় শনিবার কে-আচিম শোয়েনবাখ বলেন, নিজের বক্তব্য নিয়ে ‘আরও ক্ষতি এড়ানোর জন্য’ তিনি পদত্যাগ করেছেন। এটি শিগ্‌গিরই কার্যকর হবে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়া আক্রমণ করবে এমন ধারণাকে ‘ননসেন্স’ বলে মন্তব্য করেছিলেন তিনি। এ ছাড়া তিনি বলেছিলেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু সম্মানটুকু চান। তাঁর চাওয়া অনুযায়ী তাঁকে সম্মান দেওয়াটা সহজ এবং এবং সম্ভবত তিনি সেটি পাওয়ার যোগ্যও।’ 

গত শুক্রবার ভারতে এক গবেষণাপ্রতিষ্ঠানে দেওয়া এক বক্তব্যে জার্মান নৌবাহিনীর প্রধান আরও বলেছিলেন, ‘২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে রুশ দখলদারিত্বে চলে যাওয়া ক্রিমিয়া উপদ্বীপ (চূড়ান্তভাবে) রাশিয়ার হাতে চলে গেছে এবং আর কখনোই সেটি ইউক্রেনের কাছে ফিরবে না। পশ্চিমাদের উচিত পুতিনকে সমকক্ষ ভাবা।’ 

রাশিয়া ও রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ নিয়ে এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ইউক্রেন পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘সুনিশ্চিতভাবে প্রত্যাখ্যানযোগ্য’ বলে মন্তব্য করে। 

প্রসঙ্গত, ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই সৈন্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যেকোনো মুহূর্তে ইউক্রেনে আক্রমণ চালানোর আশঙ্কা রয়েছে। তবে রাশিয়ার দাবি, তারা ইউক্রেনে আক্রমণ করবে না। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশ ইউক্রেনে অস্ত্র সরবরাহ করলেও জার্মানি ইউক্রেনে অস্ত্র প্রদানের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট