হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের লাইমান শহর দখলের দাবি রাশিয়ার

রুশ সেনারা দাবি করেছে, গত শনিবার তাঁরা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লাইমান দখল করে নিয়েছে। একই সঙ্গে সেভেরোদোনেৎস্ক ও লিসিচানস্ক শহর দুটির ওপর হামলা জোরদার করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দোনেৎস্ক পিপলস রিপাবলিকের মিলিশিয়া ইউনিট ও রাশিয়ার সশস্ত্র বাহিনী যৌথভাবে আক্রমণ চালিয়ে লাইমান শহরটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নিয়েছে।

উল্লেখ্য, দোনেৎস্ক অঞ্চলটি রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে। 

লাইমান শহরে অন্তত ২০ হাজার মানুষ বসবাস করেন। এটি একটি পুরোনো শহর। শহরটি ক্র্যাসনি লাইমান নামে পরিচিত। 

এদিকে গতকাল রোববার এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এই যুদ্ধে দখলদাররা অন্তত কিছু ফল বের করার চেষ্টা করছে। কিন্তু তাদের অনেক আগেই বোঝা উচিত ছিল যে আমরা শেষ মানুষের জীবন দিয়ে হলেও আমাদের ভূমি রক্ষা করব।’ 

জেলেনস্কি আরও বলেন, ‘খারকিভ অঞ্চলের এক-তৃতীয়াংশ রাশিয়ার নিয়ন্ত্রণে ছিল। আমরা পুরো এলাকা মুক্ত করবই করব। রুশদের হামলা প্রতিরোধ করার জন্য আমাদের যা যা করা সম্ভব, আমরা তা করছি।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সশস্ত্র হামলা শুরু করে রাশিয়া। যুদ্ধ শুরুর পর রাজধানী কিয়েভ ছেড়ে কোথাও যাননি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল রোববার তিনি প্রথমবারের মতো খারকিভ পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানকার নিরাপত্তা প্রধানকে চাকরিচ্যুত করেছেন।

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন