হোম > বিশ্ব > ইউরোপ

ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে বছরের সেরা কৌতুকটি বললেন মার্ক সিমন্স

পালতোলা নৌকায় ভ্রমণ নিয়ে মজার একটি কথাকে বছরের সেরা কৌতুকের স্বীকৃতি দিল এডিনবার্গ ফেস্টিভ্যাল ফ্রিঞ্জ। সোমবার সিএনএন জানিয়েছে, স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে এবার কৌতুকের স্বীকৃতি পেতে ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে হাজির হয়েছিলেন কয়েক হাজার প্রতিযোগী।

ব্রিটিশ বিনোদনমূলক চ্যানেল ‘ইউ অ্যান্ড ডেভ’ গত ১৫ বছর ধরে ‘ফানিয়েস্ট জোক অব ফ্রিঞ্জ অ্যাওয়ার্ড’ শিরোনামে বার্ষিক এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ব্রিটিশ কমেডিয়ান মার্ক সিমন্স সেরা পুরস্কারটি জয় করেছেন। নৌকায় ভ্রমণ নিয়ে এক চুটকিতে তিনি বলেছিলেন, ‘পৃথিবীর সবচেয়ে ছোট নৌকাটিতে চড়ে আমি বিশ্বভ্রমণে গিয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে হাল ছেড়ে দিয়েছি!’

সিমন্সের এই কথাটিকেই এবার শ্রেষ্ঠ রসবোধ সম্পন্ন উক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছেন যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় কৌতুক সমালোচকদের একটি প্যানেল। শত শত কৌতুকের মধ্য থেকে প্রথমে তাঁরা একটি সংক্ষিপ্ত তালিকা করেন। পরে ওই চুটকিগুলো কোনো নাম পরিচয় ছাড়া উপস্থাপন করা হয় ২ হাজার মানুষের কাছে। তাঁদের ভোটেই সেরা কৌতুকটি নির্বাচিত হয়েছে।

সেরা কৌতুকের স্বীকৃতি পাওয়ার পর সিমন্সের প্রতিক্রিয়াটিও কৌতুকের মতোই শোনা গেছে। তিনি বলেছিলেন, ‘জোক অব দ্য ফ্রিঞ্জ জিততে পেরে আনন্দিত। আমার কিছু ভালো খবর দরকার ছিল। কারণ আমাকে আমার চাকরির পরীক্ষা থেকে বরখাস্ত করা হয়েছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, সিমন্স একজন কৌতুক অভিনেতা হয়ে ওঠেন যখন তাঁর বন্ধু তাঁকে একটি স্টেজ শোতে ঠেলে দিয়েছিলেন। এরপর ২০১৪ সাল থেকেই এডিনবার্গ ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে একক অভিনয় করে আসছিলেন সিমন্স। এবারই প্রথম সেরা কৌতুকের স্বীকৃতি পেলেন তিনি।

স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে বার্ষিক এই আয়োজনটি বিশ্বের বৃহত্তম আর্ট ফেস্টিভ্যাল হিসেবে পরিচিত।

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া